scorecardresearch

বড় খবর

ট্রেনে বসে হোয়াটসঅ্যাপেই খাবার অর্ডার দিন, মারকাটারি এই সার্ভিস মিলবে কীভাবে?

অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই। ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলেই কেল্লা ফতে!

passengers can order food through whattsapp in rail
হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই খাবারের অর্ডার দিন।

এবার ট্রেনে বসে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করেই আপনি পছন্দের খাবার অর্ডার দিতে পারবেন। দূরপাল্লার ট্রেনগুলির যাত্রীদের জন্য অভূতপূর্ব এই পরিষেবা এনে দিচ্ছে ভারতীয় রেল। রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কয়েকটি ট্রেনে এই পরিষেবা চালু করা হবে। পরবর্তী সময়ে যাত্রীদের থেকে মেলা ফিড-ব্যাক দেখে ই-ক্যাটারিং এই পরিষেবা অন্য ট্রেনেও মিলবে।

কোনও অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই। শুধুমাত্র ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলেই কেল্লা ফতে! ট্রেনের সিটে বসেই মিলবে পছন্দসই খাবারের নানা পদ। রেলের তরফে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে ই-ক্যাটারিং সুবিধার জন্য একটি নম্বর দেওয়া হয়েছে, সেটি হল +918750001323।

আরও পড়ুন- নকশিকাঁথায় ঝুলিতে পদ্ম সম্মান, সোনারপুরের প্রীতিকণা গোস্বামীর কঠিন সংগ্রাম চোখে জল আনবে

রেল সূত্রে জানা গিয়েছে, অনলাইনে টিকিট কাটলে যাত্রীদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ আসবে। ওই নম্বরটি ব্যাবহার করেই মিলবে পছন্দের খাবার। আইআরসিটিসি-র ই-ক্যাটারিং ওয়েবসাইটে লগ ইন করেও দূরপ্লালার ট্রেনের যাত্রীরা পছন্দসই খাবারের অর্ডার দিতে পারবেন।

আরও পড়ুন- শারীরিক সম্পর্কের ‘টোপ’ দিয়ে প্রেমিককে ফোন গৃহবধূর, যুবক যেতেই গ্রেফতার

কীভাবে হোয়াটসঅ্যাপ মারফত খাবার অর্ডার করা যাবে? রেল সূত্রে জানা গিয়েছে, এআই চ্যাটবটের মাধ্যমে খাবার বুকিং করা যাবে। যাত্রীর নাম, টিকিটে থাকা পিএনআর নম্বর, সংশ্লিষ্ট যাত্রী কোন ট্রেনের কোন আসনে যাত্রা করছেন, তাঁর সিট নম্বর-সহ প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। অর্ডার ফুড অপশনে ক্লিক করলেই ই-ক্যাটারিং পরিষেবা মিলবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Passengers can order food through whattsapp in rail