Fire Cracker Factory Blast: রাজ্যে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঝলসে মৃত্যু তিন শিশু সহ কমপক্ষে ৬ জনের। ঘটনার জেরে এলাকায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাজি তৈরির সময়ই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান স্থানীয়দের। জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী।
মহেশতলা, চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর এবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি বাজি বানানোর সময় বিকট বিস্ফোরণ। এই ঘটনায় তিন শিশু সহ এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
বিস্ফোরণের ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই পুরো বাড়িতে আগুন ধরে যায়।
এবিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। দুই জনের মৃত্যু হয়েছে। ওই বাড়ির ভিতরে আরও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলেও পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।