রাজ্যবাসীর জন্য আবারও সুখবর। পুজোর মুখে ফের এরাজ্য দিয়ে ছুটবে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের জন্য এটি চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড এই ট্রেনের তুফান গতি ও আরামদায়ক সফর শুরু থেকেই দারুণ উপভোগ করছেন যাত্রীরা। এবার চালু হচ্ছে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। অত্যন্ত কম সময়ে এবার হাওড়া থেকে বিহারের রাজধানীতে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। বিকেলে হাওড়া ছেড়ে রাতেই ওই ট্রেন আপনাকে পৌঁছে দেবে পাটনায়।
পাটনা-হাওড়া বন্দে ভারত চালু কবে? কোন কোন দিন পরিষেবা মিলবে? কখন ট্রেনটি ছাড়বে?
২২৩৪৮/২২৩৪৭ পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহে ৬ দিন চলবে ( বুধবার ব্যতীত ) । ট্রেনটি সকাল ৮টার সময় পাটনা থেকে ছেড়ে একইদিনে হাওড়ায় পৌঁছোবে দুপুর ২ টা ৩৫ মিনিটে। পুনরায় ট্রেনটি দুপুর ৩ টা ৫০ মিনিটে হাওড়া তেকে ছেড়ে একইদিনে পাটনায় পৌঁছোবে রাত ১০ টা ৪০ মিনিটে। এই ট্রেনটিতে ৮ টি এসি চেয়ার কার থাকছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন আগামী ২৬ সেপ্টেম্বর থেকে উভয়পথে যাত্রা শুরু করবে। ট্রেনটি যাত্রাকালে পাটনাসাহিব, মোকামা, লক্ষীসরাই, জসিডি, জামতাড়া, আসানসোল ও দূর্গাপুর স্টেশনে দাঁড়াবে। উল্লেখযোগ্যভাবে এই ট্রেনটিতে সফররত যাত্রীরা পাটনা থেকে হাওড়া মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিটে পৌঁছে যাবেন। যা অন্যান্য গণ পরিবহন মাধ্যমের তুলনায় অনেকটা কম সময় নেবে। এতে বহু যাত্রী উপকৃত হবেন।
আরও পড়ুন- হোস্টেল যেন বেনিয়মের আখড়া! ছাত্র মৃত্যুর পর বিরাট হইচই, অবস্থা আদৌ বদলাবে?
এর আগে পশ্চিমবঙ্গ থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। ইতিমধ্যেই এই তিন রুটের বন্দে ভারতে সফর যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সর্বপ্রথম হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এরপর নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। সর্বশেষ হাওড়া-পুরী রুটে সফর শুরু করে সেমি হাইস্পিড এই ট্রেন। এবার পশ্চিমবঙ্গের জন্য চতুর্থ বন্দে ভারত হিসেবে যাত্রা শুরুর মুখে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।