Advertisment

Pawan Singh BJP Candidate: শুরুতেই বিরাট হোঁচট BJP-র! প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন স্বনামধন্য তারকা

Pawan Singh BJP Candidate: বাংলায় লোকসভা নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন এই তারকা প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
pawan singh bjp candidate do not fight from asansol west bengal in lok sabha polls

Lok Sabha Polls 2024: জনসংযোগ কম ছিল বলে অভিযোগ।

Pawan Singh BJP Candidate: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গতকালই প্রথম দফায় ২০টি আসনে প্রার্থী তালিকা পর্যন্ত ঘোষণা করে দিয়েছে BJP। তার ২৪ ঘণ্টার মধ্যেই আসানসোল থেকে সরে দাঁড়ালেন বিজেপির তারকা প্রার্থী তথা ভোজপুরী গায়ক অভিনেতা পবন সিং।

Advertisment

শনিবারই প্রথম পর্বে এরাজ্যের ২০টি আসনের পাশাপাশি ভিনরাজ্যেও বেশ কিছু প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে BJP। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। পবন সিং প্রার্থী হওয়ার পর থেকেই শাসকদল তৃণমূল তাঁর বিরুদ্ধে পাল্টা প্রচারে ঝড় তুলেছিল। ভোজপুরী গানের মাধ্যমে তিনি নারীদের অপমান করেছেন বলেও সরব হয় কোনও কোনও পক্ষ। এরই মধ্যে এক্স হ্যান্ডলে পোস্ট করে ভোট ময়দান থেকে সরে দাঁড়ালেন পবন নিজেই।

সোশ্যাল মিডিয়ায় Pawan Singh@PawanSingh909 অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভোজপুরী অভিনেতা ও গায়কের নামে লেখা হয়েছে, "আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।"

এদিকে, পবন সিং আসানসোল কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর কথা জানাতেই পাল্টা সরব তৃণমূল। বিজেপিকে বিঁধে একের পর এক তৃণমূল নেতা সোচ্চার হয়েছেন। তৃণমূল নেতা সাকেত গোখলে তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, "পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে নির্বাচন ঘোষণার আগেই বিজেপি ইতিমধ্যে ১টি আসনে আত্মসমর্পণ করেছে।"

আরও পড়ুন- Anupam Hazra: TMC-র সঙ্গে কোটি টাকার ‘ডিল’? কার? মারাত্মক বাণে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ালেন অনুপম

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ থেকে শুরু করে সুস্মিতা দেব, ডেরেক ও'ব্রায়েন-সহ একাধিক নেতা-নেত্রী আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নাম তুলে নেওয়ায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করে একের পর তির্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন।

bjp asansol loksabha election 2024 Pawan Singh
Advertisment