Advertisment

Pawan Singh: পবনের ইউটার্ন! বিজেপির হয়েই ভোটে লড়ছেন ভোজপুরী গায়ক-অভিনেতা প্রার্থী, আসানসোল থেকেই?

Lok Sabha Election 2024: পবনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী 'যৌন উদ্দীপক' মন্তব্য করেছিলেন। এরপরই সোশাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি পোস্ট করে ভোজপুরী গায়ক অভিনেতা জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি ভোটে লড়বেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Pawan Singhs uturn will contest for BJP from Asansol Lok Sabha Election 2024 , বিজেপি প্রার্থী পবন সিংয়ের ইউটার্ন আসানসোল থেকেই ভোট লড়ার ঘোষণা

BJP: কী এমন হল যে সিদ্ধান্ত বদলে ফেললেন এই ভোজপুরী গায়ক-অভিনেতা?

Asansol Lok-Sabha Constituency: আসানসোল পুনরুদ্ধারে বিজেপি এবার প্রার্থী করেছিল ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিংকে। এরপরই পবনের বিরুদ্ধে 'বাঙালি বিদ্বেষী' অভিযোগে সরব হয় তৃণমূল। চরম বিতর্কের মুখে, পবন সিং ব্যক্তিগত কারণে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরের।

Advertisment

অবশ্য আগের অবস্থান থেকে সরে এসেছেন এই ভোজপুরী গায়ক-অভিনেতা। বুধবার পবন ফের ঘোষণা করেছেন তিনি পদ্ম প্রতীকে ভোট লড়বেন।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পবন সিং লিখেছেন, 'আমি ভোটে লড়ব। সমাজের কাছে, মানুষের কাছে আমি একটি প্রতিশ্রুতি রেখেছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমি ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা চাইছি। জয় মাতা দি।'

কোথা থেকে ভোটযুদ্ধে নামবেন পবন? তা স্পষ্ট করেননি এই ভোজপুরী গায়ক অভিনেতা। আসানসোল থেকেই তিনি ভোটযুদ্ধে নামবেন কিনা তা বোঝা যাচ্ছে না।

পবনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী 'যৌন উদ্দীপক' মন্তব্য করেছিলেন। এরপরই সোশাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি পোস্ট করে ভোজপুরী গায়ক অভিনেতা জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি ভোটে লড়বেন না। কিন্তু শেষপর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে এলেন পবন। এখন দেখার বাংলা থেকেই ভোট ময়দানে লড়াইয়ে নামেন কিনা পবন।

আরও পড়ুন- Arjun Singh: সকালে ‘একরোখা’ অর্জুনের চ্যালেঞ্জ তৃণমূলের পার্থকে, দুপুরে জবাব মমতার

আরও পড়ুন- Mamata Banerjee: ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন মুখ্যমন্ত্রী মমতার! ভয়ঙ্কর অভিযোগ ‘দিদি’র

আরও পড়ুন- Babun Banerjee: ‘দিদি’ মমতার কড়া সিদ্ধান্ত, নিমেষে ভোলবদল ‘ভাই’ বাবুনের

আরও পড়ুন- Dilip Ghosh-June Malia: ‘চোর-চোর’ স্লোগান শুনেই রণংদেহী দিলীপ, তৃণমূল-জুন মালিয়াকে দিলেন বড় হুঁশিয়ারি

আরও পড়ুন- Mamata Banerjee: ‘অভিষেকের ২টো বাচ্চা আছে, খাওয়াবে কী?’, কোন আশঙ্কায় এমন বললেন মমতা?

bjp asansol Bhojpuri loksabha election 2024
Advertisment