শুক্রবার বেলা বাড়তেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেখা গেল ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়ারকে। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে। গাড়ি থেকে নেমে মেয়েকে নিয়ে তাঁদের ইডি দফতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। চিটফান্ড মামলায় নাম জড়িয়েছিল এই প্রখ্যাত ম্যাজিশিয়ানের। টাওয়ার গ্রুপের দুর্নীতি সংক্রান্ত মামলায় আগেই পিসি সরকারের সিবিআই নিজাম প্যালেসে দফতর হাজিরা দিয়েছিলেন। তল্লাশি চলেছিল তাঁর মুকুন্দপুরের বাড়িতেও।
এ দিন কেন ইডি দফতরে এলেন পিসি সরকার? তার কারণ এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থার দফত সূত্রে খবর, এ দিন তলব করা হয়েছে তাঁকে। টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হবে। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে। তারপরই তলব করা হল পি সি সরকারকে।
পেশায় ম্য়াজিশিয়ান হলেও পিসি সরকার জুনিয়ারের রাজনীতিতে আগ্রহ রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভাষণে ‘অনুপ্রাণিত’ হয়ে বিজেপি-র টিকিটে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সরকার জুনিয়র। যদিও ওই নির্বাচনে জিততে পারেননি তিনি। তবে পরে সে ভাবে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। তবে ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কোনও দল ভোটে দাঁড়াতে বললে দর কষাকষির পর তিনি রাজি হয়ে যাবেন। কোনও বিশেষ দল নিয়ে তাঁর ছুৎমার্গ নেই। তবে এই দলের বাংলা নিয়ে পরিকল্পনা থাকা আবশ্যিক।