Advertisment

Sandeshkhali Unrest: শাহজাহানদের মদতে জমি দখল, ঝাঁটা-জুতো নিয়ে TMC নেতাকে তাড়া, প্যাঁচে পড়ে সুর বদল

Sandeshkhali Chaos: এদিকে, রবিবারই উত্তপ্ত সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেছিল আরও একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে ৬ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এদিন সকালে কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিল। যদিও ভোজেরহাটের কাছে সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারির কথা জানিয়ে আটকে দেওয়া হয় ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের।

author-image
IE Bangla Web Desk
New Update
more videos from sandeshkhali claiming that no rape and sexual assault happened there

Sandeshkhali: সন্দেশখালির ঘটনা নিয়ে ফের নতুন ভিডিও ভাইরাল।

sandeshkhali situation update: শেখ শাহজাহান (Sheikh Shahjahan), সিরাজউদ্দিনদের (Sirajuddin) বিরুদ্ধে ক্ষোভের পাহাড় সন্দেশখালিতে (Sandeshkhali)। তাদেরই দোসর এলাকার এক তৃণমূল নেতাকে গত শুক্রবারের পর আজ রবিবারেও ঝাঁটা-জুতো নিয়ে তাড়া গ্রামের মহিলাদের। কয়েকশো জনতার রোষের হাত থেকে বাঁচতে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন তৃণমূল নেতা অজিত মাইতি (Ajit Maity)। সাংবাদিকদের সামনেই শেষমেশ সুর বদল সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতার।

Advertisment

এর আগে গত শুক্রবারেও সন্দেশখালির বেড়মজুর গ্রামের তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন কয়েকশো গ্রামবাসী, যাঁদের অধিকাংশই ছিলেন মহিলা। শেখ শাহজাহান, সিরাউদ্দিনদের হয়ে অজিত মাইতি ভয় দেখিয়ে জমি দখলে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সেদিন তাঁর বাড়ির বাইরে ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধরও করা হয়।

এরপর থানায় নালিশ করেছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার এলাকায় তাঁকে দেখে আবারও তেড়ে যান গ্রামবাসীরা। ধাওয়া করে বেশ কিছু দূর তাঁকে নিয়ে যাওয়া হয়। প্রাণভয়ে শেষমেশ এলাকারই এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন- Lok Sabha Poll 2024: ভোটের দিন ঘোষণাই হয়নি! ক’দিনেই বাংলা ছেয়ে যাবে আধাসেনায়! অবাধ নির্বাচনে ‘তুখোড় স্ট্রোক’!

বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার…

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তালা লাগানো গেটের ভিতর থেকে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, "জমি দখলের বিষয়ে কিছু জানতাম না। আমি নির্দোষ। ওরা আইনের দ্বারস্থ হোক। আইন যা সাজা দেবে মেনে নেব। আমি কারও জমি নিইনি। এটা তদন্ত করে দেখা হোক।" শেখ শাহজাহান, সিরাউদ্দিনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "আগে আমি BJP করতাম। আমাকে মারধর করে নিয়ে এসেছিল। শেখ শাহজাহান, সিরাউদ্দিন শেখের নেতৃত্বে এই কাজ হয়েছিল।"

আরও পড়ুন- Dam Damage: ক্রমেই ক্ষতি বাঁধের, মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা! কলকাতার দোরগোড়া পর্যন্ত বন্যা-শঙ্কা!

tmc police Sandeshkhali sheikh shahjahan tmc
Advertisment