Advertisment

PM Modi: ন্যায় বিচার নিশ্চিত করার পক্ষে জোরালো সওয়াল, উন্নত ভারত গড়ার লক্ষ্যে কী দাওয়াই মোদীর?

'সকলে জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি'। রবিবার প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশ যখন 'উন্নত ভারতের' স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন প্রত্যেকের জন্য সহজ, অ্যাক্সেসযোগ্য এবং ন্যায়বিচারের গ্যারান্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ'।

author-image
IE Bangla Web Desk
New Update
Giving the example of ‘E-Courts’ project, the PM highlighted the important role of technology in revolutionising India’s judicial system.

'ই-কোর্ট' প্রকল্পের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী ভারতের বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটাতে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। (ফাইল ছবি)

PM Modi : 'সকলে জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি'। রবিবার প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশ যখন 'উন্নত ভারতের' স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন প্রত্যেকের জন্য সহজ, অ্যাক্সেসযোগ্য এবং ন্যায়বিচারের গ্যারান্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ'।

Advertisment

রবিবার যোধপুরে রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমরা যখন একটি উন্নত ভারতের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ, সহজলভ্য ন্যায়বিচার সকলের জন্য নিশ্চিত করা"। মোদী আরও বলেন, “শাস্তির বদলে ন্যায়বিচার, এটাও ভারতীয় চিন্তার ভিত্তি"। মোদী তাঁর ভাষণে বলেন, "ভারতীয় ন্যায় সংহিতা আমাদের গণতন্ত্রকে ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করেছে।" তিনি বলেন, বিচারবিধির এই মৌলিক চেতনাকে যথাসম্ভব কার্যকর করা সকল মানুষের দায়িত্ব।

‘বিএনএস আমাদের ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করেছে’

প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর ভাষণে বলেন, স্বাধীনতার এত দশক পরে, দাসত্বের মানসিকতা থেকে দেশ আজ মুক্ত। গত এক দশকে আমাদের দেশ দ্রুত বদলে গেছে। ১০ বছর আগে দশম স্থান থেকে উঠে আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি। আজ দেশের স্বপ্ন বড়, দেশবাসীর আশা-আকাঙ্খাও বিরাট। অতএব, আমাদের সিস্টেমগুলিকে আধুনিকীকরণ করা জরুরি। এর জন্য সবার জন্য ন্যায়বিচার সমান গুরুত্বপূর্ণ"।

'তথ্যপ্রযুক্তি বিপ্লব বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে'

দেশে আইটি বিপ্লবের কথা উল্লেখ করে মোদী বলেন,এর ফলে বিচার ব্যবস্থায় আমূল বদল এসেছে। আমাদের ই-কোর্টগুলি এর সবচেয়ে বড় উদাহরণ। তিনি আরও বলেন, 'ন্যায়বিচার এখনও সহজ। যতটা সম্ভব ন্যায়বিচারকে সহজ করার জন্য ব্যবস্থা নেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব,"। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, ''ভারতীয় ন্যায় সংহতা মানুষের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবে এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে আমাদের মুক্ত করবে" । মোদী তাঁর ভাষণে আরও উল্লেখ করেছেন, দেশের ১৮ হাজারের বেশি আদালতকে এখন পর্যন্ত কম্পিউটারাইজড করা হয়েছে এবং ২৬ কোটিরও বেশি আদালত সংক্রান্ত তথ্য ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের মাধ্যমে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয়েছে"।

Modi Government
Advertisment