Advertisment

মাঝ রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকল লোক, মমতার সুরক্ষায় বিরাট ফাঁক!

জেড ক্যাটাগরির সুরক্ষা পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বড় ফাঁক।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata government-s duare ration illegal says calcutta high court

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবাক কাণ্ড! খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। শুধু তাই নয়, চুপচাপ রাতভর পাঁচিলের ভিতরেই ঘাপটি মেরে লুকিয়েছিলেন ওই ব্যক্তি। সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই এমন কাণ্ডে হইচই শুরু হয়ে যায় প্রশাসনের অন্দর মহলে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কর্তব্য নিয়েই বড়সড় প্রশ্ন উঠে যায়।

Advertisment

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিরাট ফাঁক। জানা গিয়েছে, শনিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন এক ব্যক্তি। কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিতরে ঢোকার পর আর ওই ব্যক্তি নড়েননি। রাতভর ঘাপটি মেরে বাড়ির ভিতরেই বসেছিলেন তিনি। এরপর সকালে তাঁর দেখা মিলতেই শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন- ফের শুটআউট ভাটপাড়ায়, গুলি করে খুন যুবককে

তড়িঘড়ি তাঁকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। কালীঘাট থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। শুধু তাই নয়, আটক ব্যক্তির মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তির ঢোকা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূল সুপ্রিমোর নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় এই গাফিলতির উপযুক্ত তদন্ত হবে বলে জানা গিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

kolkata news Mamata Banerjee kolkata
Advertisment