আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে চিকিৎসক ও নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের সিসিইউ ইউনিটের চিকিৎসক ও নার্সদের মধ্যে। বিষয়টি জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কতৃপক্ষ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হানিফ শেখ নামে এক যুবক মদ্যপ অবস্থায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে পড়ে। সেখানে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হানিফ। কিন্তু ভিজিটিং আওয়ার না হওয়ায় কর্মরত চিকিৎসক হানিফকে রোগীর সঙ্গে দেখা করতে দিতে রাজি হননি।
এরপরই সে সিসিইউ তে থাকা চিকিৎসক ও নার্সদের লক্ষ করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে। জোর করে সিসিইউ এর মধ্যে থাকা রোগীর সঙ্গে দেখা করে। আচমকা সিসিইউয়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা। বিষয়টি তাঁরা হাসপাতাল কতৃপক্ষকে জানান। রাত্রি দেড়টা নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার রামপুরহাট থানার লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার হানিফ শেখকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।ধৃতের বাড়ি রামপুরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বলে পুলিশ সূত্রে খবর। হানিফের বিরুদ্ধে আগেও থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।