চুরির অভিযোগে আটক ব্যক্তিকে পুলিশ লক আপে পিটিয়ে মারার অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের নবগ্রাম থানা চত্বর। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ক্ষুব্ধ জনতার। পুলিশের সঙ্গেও তুমুল ধস্তাধস্তি মৃতের পরিবার ও গ্রামবাসীদের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নবগ্রাম থানা।
অভিযোগ, একটি চুরির অভিযোগে মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামের বাসিন্দা গোবিন্দ ঘোষকে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, ৩ দিন ধরে তাঁকে থানার লক আপেই আটকে রাখা হয়েছিল। পরিবারের অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে গোবিন্দর উপর পাশবিক অত্যাচার চালায় পুলিশ। বেধড়ক মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
আরও পড়ুন- দিঘায় গেলে সাবধান! বিচে ঘুরে বেড়াচ্ছে প্রাণঘাতী সাপ, এক ছোবলেই ছবি
শুক্রবার রাতে পুলিশ লক আপ থেকে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার পথে বাধা দেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে তাঁদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। থানায় ঢুকে ভাঙচুর চালায় একদল ক্ষুব্ধ জনতা।
পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম দশা হয় পুলিশেরও। পরিবারের অভিযোগ, গোবিন্দকে ধরে আনার পর ২ দিন কেটে গেলেও পুলিশ তাঁকে কোর্টে তোলেনি। থানায় রেখেই চলেছে অত্যাচার। যদিও পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেছে নবগ্রাম থানার পুলিশ।