রাজ্যের ৬ জেলায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা পেরিয়ে গেল। পাল্লা দিয়ে দাম বেড়েছে পেট্রোলেরও। এই নিয়ে একটানা চারদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। এদিন লিটারে ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। শহর কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটার প্রতি ১০৭ টাকা ৭৮ পয়সা। কলকাতায় একশোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিজেল। লিটারে আরও ৩৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেল ৯৯ টাকা ০৮ পয়সা।
লাগামহীন জ্বালানি। পেট্রোল একশো পেরিয়েছিল বেশ কিছুদিন আগেই। এবার পালা ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ডিজেলের। পুরুলিয়ার ঝালদায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিঙে লিটার প্রতি ১০০ টাকা ২৯ পয়সা দামে বিক্রি হচ্ছে ডিজেল। আলিপুরদুয়ারে ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে লিটার প্রতি ডিজেলের বিক্রি ১০০ টাকা ৮ পয়সায়। অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরে ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৬ পয়সা। মুর্শিদাবাদে লিটার প্রতি ডিজেল ১০০ টাকা ৩ পয়সা।
জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদেল নেই কেন্দ্রীয় সরকারের। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। প্রতিদিন বাজারে গিয়ে তা টের পাচ্ছে মধ্যবিত্ত। আকাশছোঁয়া দাম বৃদ্ধি শাক-সবজির। টমেটো কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। হু-হু করে দাম বাড়ছে আলু-পেঁয়াজের। একইভাবে দাম বাড়ছে মাছ-মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর।
আরও পড়ুন- আজই বিদায় বর্ষার, কালীপুজোর আগেই বঙ্গে শীত?
জ্বালানি তেলের দাম বেড়ে চলার জেরেই দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ও শাক-সবজি, মাছ-মাংসের দাম বাড়ছে। একথা স্বীকার করে নিচ্ছেন ব্যবসায়ীরাও। পরিবহণের ক্ষেত্রে খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার জেরেই বাজার 'আগুন'। পরিস্থিতি আরও সঙ্গীন হওয়ার আশঙ্কা প্রবল। করোনাকালে এমনিতেই একটি বড় অংশের মানুষের রোজগার কমেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকে সংসারের খরচ চালাতে পেশা বদলেছেন। এই পরিস্থিতিতে প্রতিদিন জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে ঘোরতর সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন