Advertisment

সপ্তাহ শুরুতেই জ্বালানি ছ্যাঁকা? আরও মহার্ঘ্য পেট্রল-ডিজেল?

কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে ইতিমধ্যেই একাধিক রাজ্য পেট্রল-ডিজেলের দামে কর কমিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol and Diesel price Kolkata 15 November 2021

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

পেট্রল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড়। তবে সপ্তাহের প্রথম দিনে নতুন করে আর কোনও অস্বস্তির খবর নেই। নতুন করে আর দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। গত দু'দিনের মতোই অপরিবর্তিত জ্বালানি তেলের দাম। সোমবার শহর কলকাতায় লিটার প্রতি পেট্রল ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Advertisment

কিছুদিন আগে পর্যন্তও লাগাতার দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। পরপর সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রল-ডিজেল। জ্বালানি তেলের বিদ্যুৎ গতির দামে লাগাম টানতে ইতিমধ্যেই তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিওয়ালির আগে পেট্রল ও ডিজলের উপর থেকে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। যার জেরে লিটারে ১০ টাকা কমে ডিজেলের দাম।

একইভাবে লিটারে ৫ টাকা দাম কমে পেট্রলেরও। কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে ইতিমধ্যেই একাধিক রাজ্য পেট্রল-ডিজেলের দামে কর কমিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি এখনও সেই পথে হাঁটেনি। তৃণমূল নেতৃত্বাধীন সরকার জ্বালানি তেলের দামে কর না কমানোয় সমালোচনায় সরব হয়েছে বিজেপি। পথ নেমে বিক্ষোভে সোচ্চার হয়েছে গেরুয়া দল।

করোনাকালে পেট্রল-ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধির জেরে বাজার আগুন। হু-হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। প্রতিদিন বাজারে বেরিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন- নিম্নচাপ-অক্ষরেখার জোড়াফলায় আজও বৃষ্টি, আবহাওয়ার বদল কবে?

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যাতায়াতের খরচও। ভাড়া-বৃদ্ধির দাবিতে সরব বাসমালিকরা। বহু বাসমালিক গাড়ি পথে নামানো বন্ধ করে দিয়েছেন। তবে আপাতত পরপর তিনদিন অপরিবর্তিত জ্বালানি তেলের দাম। কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লি, মুম্বই ও চেন্নাইয়েও আজ নতুন করে দাম বাড়েনি পেট্রল-ডিজেলের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata petrol diesel price Fuel Price Fuel Price Today
Advertisment