Advertisment

Petrol Diesel price: 'জ্বালানির জ্বালা', মাসের প্রথম দিনেই 'পকেটে ছ্যাঁকা' ! রাজ্যে মহার্ঘ্য পেট্রোল-ডিজেল!

মূল্যবৃদ্ধির কোপে রীতিমত সংসার চালানোই দায়। বাজারে আনাজ-সবজির দর আকাশছোঁয়া। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
"petrol,petrol price,petrol price hike,petrol price in kolkata today,diesel,diesel prices,diesel price hike,diesel price hike in kolkata today,পেট্রোলের দাম,কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়েছে,কলকাতায় আজ ডিজেলের দাম বেড়েছে,ডিজেলের দাম"

'জ্বালানির জ্বালা', মাসের প্রথম দিনেই কপালে ভাঁজ! রাজ্যে মহার্ঘ্য পেট্রোল-ডিজেল!

Petrol Diesel price Hike: সপ্তাহের প্রথম দিনেই আমজনতার কপালে ভাঁজ! লোকসভা নির্বাচন মিটতেই ফের মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। মহার্ঘ্য পেট্রোল-ডিজেল। ফলে কাঁচা আনাজ থেকে সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সম্ভাবনা।

Advertisment

'জ্বালানির জ্বালায়' নাস্তানাবুদ সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির কোপে রীতিমত সংসার চালানোই দায়। বাজারে আনাজ-সবজির দর আকাশছোঁয়া। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা।

ভোটের আগে কিছুটা দাম কমলেও ভোট মিটতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ থেকে কার্যকর হতে চলেছে নতুন দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১ টাকা ১ পয়সা। কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৪ টাকা ৯৫ পয়সা৷ অন্যদিকে ডিজেলের দামও লিটার প্রতি ১ টাকা বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা ।

আরও পড়ুন : < Chopra lynching: ‘ড্যামেজ কন্ট্রোলে’ শাসক দল, চোপড়ার ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের >

তবে কিছুটা স্বস্তি মিলেছে বাণিজ্যিক গ্যাসের দামে। আজ থেকে বানিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩১ টাকা। তবে অপরিবর্তিত থাকছে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম। রাজ্যের করের কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলেই দাবি করেছে পাম্প মালিক সংগঠনের।

Petrol-Diesel price Hike West Bengal
Advertisment