Advertisment

TMC Leader Viral Photo: বন্দুক হাতে চোখ পাকিয়ে পোজ তৃণমূলের যুবনেতার! ছবি ভাইরাল হতেই বিতর্কের সুনামি

TMC Leader Viral Image: এমন ছবি ভাইরাল হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করেনি কেন সেই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। শাসকদলকে আক্রমণ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। তৃণমূলও এই ঘটনায় নিজেদের দূরত্ব বাড়াতে শুরু করেছে ওই যুব নেতার সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Photo of Tmc leader of Bhatpara with gun is viral, বন্দুক হাতে যুব তৃণমূল নেতার ছবি ভাইরাল, শুভাশিস চক্রবর্তী

TMC Leader Viral Image: বাঁদিকে বন্দুক হাতে যুব তৃণমূল নেতার ভাইরাল হওয়া সেই ছবি। ডানদিকে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে সেই তৃণমূল নেতা।

TMC Leader Viral Image: এবার বন্দুক হাতে তৃণমূলের এক ছাত্রনেতার ছবি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যুব তৃণমূলের ওই নেতার একের পর এক ছবি দেখা যাচ্ছে বন্দুক হাতে। কখনও নিজের মুখে বন্দুক ধরে চোখ পাকিয়ে পোজ দিচ্ছেন ভাটপাড়ায় শাসকদলের ওই যুবনেতা শুভাশিস চক্রবর্তী। কখনও তিনি বন্দুক তাক করে আছেন সামনের দিকে। যদিও এই ছবির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে তৃণমূলের এই ছাত্রনেতার এমন দুঃসাহসিক ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।

Advertisment

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তী। পুলিশের খাতায় এর আগেও তার নামে একাধিক অভিযোগ রয়েছে। এবার বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এমন ছবি ভাইরাল হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করেনি কেন সেই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে।

তবে এবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুভাশিসের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে রাজ্যের শাসক দল। "শুভাশিস দলের কোনও পদে নেই", এমনই বলেছেন ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ হলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তৃণমূল নেতৃত্ব আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন- ‘বাকিটা আমরা দেখব, শুধু টাকাটা দেবেন’, ছাত্রীকে ডাক্তারি পাশ করানোর প্রস্তাব কাদের?

এদিকে যুব তৃণমূলের নেতার বন্দুক নিয়ে ছবি ভাইরাল হতেই শাসকদলকে আক্রমণ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, "এটাই তো তৃণমূলের সংস্কৃতি।" বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, "লুঠ, দখল আর ক্ষমতার রাজনীতি তৃণমূলের। তোলাবাজি ছাড়া তৃণমূলে আর কিছু নেই। যে যত ক্ষমতার দাপট দেখাবে ততই সে নেতাদের ঘনিষ্ঠ।" তবে তৃণমূল কিন্তু এই ঘটনায় নিজেদের দূরত্ব বাড়াতে শুরু করেছে শুভাশিসের সঙ্গে। শাসকদলের মুখপাত্র শান্তনু সেন বলেন, "এই ঘটনা কখনই সমর্থনযোগ্য নয়। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে।"

আরও পড়ুন- WB Weather Update: ফুঁসছে নিম্নচাপ, বর্ষার ভয়াল রূপ দেখবে দক্ষিণবঙ্গ! তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

TMCP Viral Image tmc
Advertisment