/indian-express-bangla/media/media_files/2025/09/21/cats-2025-09-21-10-26-38.jpg)
আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পীযুষ গোয়েল
ট্যারিফ ও ভিসা উত্তেজনার মধ্যেই আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল। এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত আকার দেওয়া। এই সফর এমন সময় হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ৫০% হারের ট্যারিফ আর H-1B ভিসার ফি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, যা ভারতীয় আইটি কোম্পানিগুলির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। H-1B ভিসার মাধ্যমে ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।
মন্ত্রীর মতে, এই সফরের প্রধান লক্ষ্য হচ্ছে বাণিজ্য চুক্তি সংক্রান্ত চলমান আলোচনাকে এগিয়ে নেওয়া। ১৬ সেপ্টেম্বর ইতিমধ্যে একটি মার্কিন দল ভারত সফর করে আলোচনায় অংশগ্রহণ করেছে, যেখানে দুইপক্ষের আলোচনা বেশ ইতিবাচক হয়েছে বলেই খবর। এবার সেই আলোচনাকে অগ্রসর করতে পীযুষ গোয়েল ও তাঁর টিম নিউইয়র্ক সফরে যাচ্ছেন। সরকার আশা করছে, দ্রুত একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে এবং তা দু’দেশের জন্যও লাভজনক হবে।
মহালয়ার দিনেই বছরের শেষ সূর্যগ্রহণ, গ্রহণ চলাকালীন কী করবেন আর কী করবেন না?
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য চুক্তির লক্ষ্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। দু’দেশই চাইছে, ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে বর্তমান $১৯১ বিলিয়ন থেকে বাড়িয়ে $৫০০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া। গত চার বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার, তাই এই চুক্তি ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
মহালয়ার ভোরেই বিরাট সুখবর! ৭০০-এর বেশি পণ্যের দাম কমালো আমুল
যদিও ভারতের উপর শুল্ক আরোপ ও এবং ভিসা ফি বৃদ্ধির মতো চ্যালেঞ্জ রয়েছে, পীযুষ গোয়েল আশ্বাস দিয়েছেন যে আলোচনার মাধ্যমে সঠিক দিশায় পৌঁছানো সম্ভব হবে। সেই সঙ্গে শীঘ্রই একটি সমাধানসূত্র বেরোবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us