/indian-express-bangla/media/media_files/2025/05/27/hGWE6WUIG32HOFztk4My.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
আবারও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এক অনন্য মাইলফলক ছুঁলেন বাংলার তিন তরুণ গবেষক। গোটা বিশ্বেই পদার্থবিদ্যার ইতিহাসে নজিরবিহীন সাফল্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের চার তরুণ গবেষকের। স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হয়েছে আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার আন্ত:দেশ প্রতিযোগিতা (PLANCKS 2025)। ভারতের গবেষকদের দলটি এই প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই দলের মোট চার সদস্যের মধ্যে তিনজনই বাঙালি। আন্তর্জাতিক মঞ্চে বাঙালি গবেষকদের এই প্রবল প্রতাপে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে কৃতীদের সম্মানার্থে মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, "বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই। পদার্থবিদ্যার এই জগৎজোড়া পরীক্ষার ২০২৫ সংস্করণটি (PLANCKS 2025) হয় স্পেনের বার্সিলোনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এই তরুণ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, "এই সুকঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও ভারতীয় শিক্ষার্থী দল এর আগে এতো ভাল ফল করেনি। এই দলেই আছে সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস। ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল। এদের স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।"
বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে…
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2025
আরও পড়ুন- Kolkata News Live Updates: বিরাট বিপাকে অনুব্রত, এবার বীরভূম পুলিশকে কড়া নির্দেশ NCW-এর
উল্লেখ্য, PLANCKS হল আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার একটি প্রতিযোগিতা। কঠিন এই প্রতিযোগিতায় বিশ্বের নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এটি হল একটি মেধাভিত্তিক কঠিন প্রতিযোগিতা। পদার্থবিদ্যার নানারকমের জটিল তত্ত্ব, অঙ্কের উপর ভিত্তি করে প্রতিযোগিতা হয়। এমন একটি কঠিন প্রতিযোগিতায় ভারতের আন্ডারগ্র্যাজুয়েট পড়ুয়াদের দলটি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
আরও পড়ুন- অফিস টাইমে যাত্রীদের বাদুরঝোলা ভিড় সামাল দিতে শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন