অসহ্য দহনজ্বালা থেকে মুক্তি দিতে নেমেছে বৃষ্টি। আপাতত তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলেছে। কেটেছে তাপপ্রবাহের পরিস্থিতিও। আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই এই পর্বে নতুন করে স্কুল, কলেজে ছুটি আর বাড়ানো হচ্ছে না। সুতরাং, আগামিকাল থেকেই ফের খুলে যাচ্ছে স্কুল, কলেজের দরজা। সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানই তাদের নিয়মে সোমবার থেকে স্বাভাবিক পঠন-পাঠনে ফিরে যাবে।
রাজ্যের প্রায় সর্বত্র তীব্র দাবদাহের জেরে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নির্দেশিকা আর বাড়ানো হয়নি। স্বাভাবিকভাবেই পুরনো সেই নির্দেশিকার আর গুরুত্ব থাকছে না। স্বাভাবিক নিয়মেই কাল থেকে ফের স্কুল-কলেজ খুলে যাচ্ছে।
আরও পড়ুন- পাহাড়ি এগ্রাম যেন প্রকৃতির নিজের হাতে গড়া! নিরিবিলি এতল্লাটের অবর্ণনীয় শোভা সত্যিই অনবদ্য!
উল্লেখ্য, প্রবল গরমের জেরে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্যের সব সরকারি স্কুল, কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ওই ছুটি দিতে আবেদন করেছিলেন তিনি। সেই মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও গরমের কারণে স্কুলে ছুটি ঘোষণা করেছিল।
আরও পড়ুন- বৃষ্টির সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া, কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা