প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য তারাপীঠ মন্দির কমিটির

বীরভূমে ভবঘুরেদের খাবার পরিবেশন করছে বিভিন্ন সংগঠন। সেখানেও সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে কুরুমগ্রাম মধ্যপাড়া কালীপুজো কমিটি।

বীরভূমে ভবঘুরেদের খাবার পরিবেশন করছে বিভিন্ন সংগঠন। সেখানেও সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে কুরুমগ্রাম মধ্যপাড়া কালীপুজো কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য় এক জোট হয়ে কাজ করছে। সমাজের একাংশ এই পরিস্থিতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য় সরকার জনস্বার্থে নানা প্রকল্প ঘোষণা করেছে। এবার এই লড়াইয়ে সামিল হল বীরভূমের তারাপীঠ মন্দির কমিটি। বুধবার করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে মোট আট লক্ষ টাকা সাহায্য় করল তারাপীঠ মন্দির কমিটি।

Advertisment

করোনা ভাইরাসে দেশে বিপর্যয়ের মোকাবিলায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল গঠন করেছেন। সেই ত্রাণ তহবিলে তিন ও পাঁচ লক্ষ টাকার চেক রামপুরহাট মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "বর্তমানে ভয়াবহ অবস্থা চলছে। এই পরিস্থিতিতে কোন সরকারের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়। সমস্ত মানুষের উচিত সরকারের পাশে দাঁড়ান। তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের হাত শক্ত করতে মন্দির কমিটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হল"।

publive-image ছবি পারমিতা মন্ডল

এই সংকটে মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকী বহু ক্ষেত্রে ব্য়ক্তিগত উদ্য়োগেও অসহায়দের সাহায্য় করা হচ্ছে। তা সত্বেও বহু মানুষ এখনও এসব সাহায্য়ের বাইরে থেকে যাচ্ছেন। তারাপীঠ মন্দির কমিটির এই উদ্য়োগকে স্বাগত জানিয়েছে বীরভূমের সাধারণ বাসিন্দারা। তাঁদের বক্তব্য়, এরাজ্য়ের এটা একটা নজির হয়ে থাকল। রাজ্য়ের বিভিন্ন মন্দির পরিচালন কমিটি এভাবে যদি সরকারে পাশে থাকে তাহলে করোনা প্রতিরোধে লড়াই আরও মজবুত হবে।

Advertisment

এছাড়াও বীরভূমে ভবঘুরেদের খাবার পরিবেশন করছে বিভিন্ন সংগঠন। সেখানেও সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে কুরুমগ্রাম মধ্যপাড়া কালীপুজো কমিটি।  একদিনের খাবারের দায়িত্ব নিয়েছে এই কালীপুজো কমিটি।