Sanjeev Sanyal: বাঙালিদের নিয়ে তির্যক মন্তব্য খাস এক বাঙালির মুখ থেকেই। তিনি আবার আর কেউ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল (Sanjeev Sanyal)। সম্প্রতি একটি সাক্ষৎকারে বাঙালি জাতিকে নিয়ে এই অর্থনীতিবিদের মন্তব্য তুমুল জলঘোলা তৈরি করেছে। সঞ্জীব সান্যালের মন্তব্যের ঝাঁঝালো বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar) থেকে শুরু করে কুণাল ঘোষরা (Kunal Ghosh) মোদীর আর্থিক উপদেষ্টার এই মন্তব্যের জোরালো বিরোধিতায় সরব হয়েছেন।
বাঙালিদের বিঁধে কী বলেছেন এই বাঙালি?
"যদি সমাজ এটাই ভাবে যে জীবনের সবচেয়ে বড় পর্যায় হল সংগঠনের নেতা হওয়া কিংবা আড্ডার বুদ্ধিজীবী, সোজা ভাষায় কলকাতায় যাঁদের আঁতেল বলে, তেমন কিছু হওয়া, তাহলে তো আর কিছু করার থাকে না। তুমি যদি এটা ভাব যে কোনও কিছু করার চেয়ে দিনভর পানীয় বা ধূমপান করতে করতে পৃথিবীর যাবতীয় ঘটনা নিয়ে নিজের বক্তব্য রাখবে, বা যেমন মৃণাল সেনের ছবিতে দেখানো হয়, সেটাই যদিও সমাজের আকাঙ্খা কিংবা চাহিদা হয়, তাহলে তুমি সেটাই পাবে। সেটা নিয়ে অভিযোগ করবে না।"
খাস কলকাতা শহরেই বেড়ে ওঠা মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের। সেন্ট জেভিয়ার্স কলেজে (St. Xavier's College) পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লিতে (Delhi) গিয়ে বাকি পড়াশোনা। আদ্যোপান্ত এক বাঙালির গোটা বাঙালি সমাজ নিয়ে করা এমন তির্যক মন্তব্যে স্বভাবতই নিন্দার ঝড় উঠেছে। রাজ্যের শাসকদল তৃণমূল সঞ্জীব সান্যালের এহেন মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ হয়েছে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার এক্স হ্যান্ডলে লিখেছেন, "প্রধানমন্ত্রীর এই ‘বাঙালি’ অর্থনৈতিক উপদেষ্টাকে আমি চিনি। সারা জীবন দিল্লি আর বিদেশেই থেকেছে। বাংলা অক্ষর ও জানে না। এর মতন কিছু বিশ্বাসঘাতক বাঙালিরা বিজেপি আর মোদীর ব্যক্তিগত বঙ্গ বিরোধী বিষ আর আক্রোশকে উস্কে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। ছি!"
অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষও তুমুল সমালোচনায় সরব হয়েছেন। তাঁর কথায়, "শিকড় ভুলে গেছেন। বাংলা আজ যা ভাবে, গোটা ভারতবর্ষ আগামিকাল তা ভাবে। সংগীত, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা, সবেতেই ভারতের সেরা। বাংলার প্রকল্পগুলিই অন্য রাজ্য নকল করছে। বহিরাগত জমিদারদের নায়েবগিরি করতে গিয়ে নিজের বাঙালি সত্তাটা কি হারিয়ে ফেলেছেন?"