Modi-Mamata: কোচবিহার আজ সরগরম। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা ঘিরে তুলকলাম উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার পরেই কোচবিহারে আজ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সমর্থনে সভা নরেন্দ্র মোদীর। মোদী-মমতা মেগা-দ্বৈরথ দেখতে মুখিয়ে দু'দলের কর্মী-সমর্থকরা।
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দুরন্ত ফল করেছিল BJP। তারপর থেকেই উত্তরবঙ্গে বাড়তি নজর দিতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা করে সভা-কর্মসূচি সেরেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ থেকে গেরুয়া দাপট সরাতে মরিয়া তৃণমূল। মমতা বন্দ্যোপাদ্যায়ের সভা আজ মাথাভাঙায়। মমতার সভাস্থলের মাত্র ৩০ কিলোমিটার দূরেই সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)।
সম্প্রতি কোচবিহারে ফের একবার (Cooch Behar) বেনজির সংঘাত তৈরি হয় নিশীথ প্রামাণিক-উদয়ন গুহর (Udayan Guha) সমর্থকদের মধ্যে। উদয়নের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে নিশীথ-অনুগামীদের বিরুদ্ধে। বছরভর নানা ইস্যুতে নিশীথ-উদয়ন আকচাআকচি লেগেই থাকে। তাই এই কেন্দ্রটি এবার দু'দলের কাছেই প্রেস্টিজ ফাইট।
আরও পড়ুন- Exclusive: বিধ্বস্ত ভূমিতে বেঁচে থাকার প্রাণপাত লড়াই! দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াতে মরিয়া ‘মৃত্যুঞ্জয়ী’রা
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কোচবিহারে BJP এবারেও টিকিট দিয়েছে নিশীথ প্রামাণিককে। উল্টোদিকে, তৃণমূল এবার এই কেন্দ্র থেকে টিকিট দিয়েছে সিতাইয়ের (Sitai) তৃণমূল বিধায়ক তথা রাজবংশি (Ranbanshi) সমাজের প্রতিনিধি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে (Jagadish Chandra Barma Basunia)।
এদিকে কোচবিহারে এবারেও পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। তবে নিশীতের হাত থেকে কোচবিহার ছিনিয়ে নিয়ে জেলার রাজনীতিতে সাড়া ফেলে দিতে মরিয়া হয়ে উঠেছেন উদয়ন গুহও। কেচাবিহার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া হলেও এবারের লোকসভার লড়াইটা অন্যদিক থেকে দেখতে গেলে নিশীথ বনাম উদয়নেরও খানিকটা হতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।