পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পঞ্চায়েতিরাজ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সোচ্চার মোদী। 'তৃণমূল কীভাবে রক্ত নিয়ে খেলেছে দেখেছে গোটা দেশ'। রাজ্যের শাসকদলকে বেনজির নিশানা করে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কোলাঘাটে বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতিরাজ সম্মেলনে সশরীরে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগামছাড়া সন্ত্রাস চলে বাংলায়। মনেনায়ন পর্ব থেকে ভোট দান, ভোট গণনা ও সম্প্রতি বোর্ড গঠনেও সন্ত্রাসের রাজনীতি বাংলায়। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজিতে ৫৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও রাজ্য সরকারের হিসেবে সেই সংখ্যা বেশ কম।
শনিবার বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলার পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে সোচ্চর নমো। রাজ্যের শাসকদল তৃণমূলকে একহাত নিয়ে মোদী বলেন, 'তৃণমূল কীভাবে রক্ত নিয়ে খেলেছে তা দেখেছে গোটা দেশ। ভোটের দিন তৃণমূলের তোলাবাজরা ছাপ্পাবাজ হয়ে যায়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন রুখতে সব কিছু করেছে তৃণমূল। বিজেপি কর্মীদের আত্মীয়দেরও ছাড়ে না তৃণমূল।'
আরও পড়ুন- ‘ইন্ট্রো’-র নামে সীমাহীন চাপ? তাতেই নিভল স্বপ্ন-দীপ? জানতে মরিয়া পুলিশ
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের পরেও সন্ত্রাস জারি একাধিক এলাকায়। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'ভোটে জয়ের পরেও প্রাণঘাতী হামলা হচ্ছে। এই পরিস্থিতিতেও বিজেপি প্রার্থীরা জিতেছেন। আপনারা তাঁদের মুখোশ খুলে দিয়েছেন। মনোনয়ন থেকে ভোটদান, সর্বত্র সন্ত্রাস। বিজেপি কর্মীদের সঙ্গে ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে। বাংলার ভোটে গুণ্ডাদের বরাত। যাঁরা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে মনে করেন, আপনারা তাঁদের মুখোশ খুলে দিয়েছেন।'
আরও পড়ুন- বজবজে গলার নলি কেটে জোড়া খুন, নাম জড়াল তৃণমূল নেতার
পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্রেও এবছর ব্যাপক অশান্তি হয়েছে। দিকে-দিকে গণনাকেন্দ্র থেকে বিরোধী প্রার্থীদের ও তাঁদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের একাংশকে সঙ্গে নিয়ে গণনাকেন্দ্রেও ভোট লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এপ্রসঙ্গে মোদী বলেন, 'গণনাকেন্দ্র থেকে বিজেপি কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এতকিছুর পরেও বিজেপি প্রার্থীরা জিতেছেন। তাঁদের কুর্ণিশ জানাই।'