/indian-express-bangla/media/media_files/95fnwelrkYA7t0gj8WvE.jpg)
প্রধানমন্ত্রী মোদী
Modi Brics Summit Brazil: ব্রিকস ১৭তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রাজিলের রিও ডি জেনেইরো পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মোদী নিজে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া সফরেও যাবেন, যেখানে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে রাষ্ট্রীয় বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফরে কার্যকর আলোচনা ও বৈঠকের মাধ্যমে ভারত-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
#WATCH | Rio de Janeiro, Brazil | People of the Indian diaspora perform a cultural dance based on the theme of Operation Sindoor as they welcome PM Modi
— ANI (@ANI) July 6, 2025
(Source: ANI/DD News) pic.twitter.com/BZ76z5TeYb
আর্জেন্টিনায় ইতিহাস গড়ার পর ব্রাজিলে আগমন
ব্রাজিল সফরের আগে প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা সফর করেন। ৫৭ বছরের মধ্যে এটাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা সফর। বুয়েনস আইরেসে পৌঁছেই তিনি রাষ্ট্রপতি জাভিয়ের মাইলির সঙ্গে বৈঠক করেন এবং গার্ড অফ অনারে ভূষিত হন। মোদী জানান, ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত।
সর্বোচ্চ সম্মান
সাম্প্রতিক সফরে ঘানা ও ত্রিনিদাদ ও টোবাগো সরকার মোদীকে তাঁদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মান্তি করা হয়। ঘানার প্রেসিডেন্ট মোদীকে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট তাঁকে 'দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক' সম্মানে সম্মানিত করেন।
ব্রিকস সম্মেলনের গুরুত্ব
ব্রিকস সম্মেলনের এবারের থিম: "আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা"। আলোচ্য বিষয়ে থাকছে: বিশ্ব স্বাস্থ্য সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও COP30, কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন এবং ব্রিকস কাঠামোর সংস্কার। আগামী বছর ব্রিকসের সভাপতিত্বভার ভারতের হাতে। এবারের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভারত সেই দায়িত্ব গ্রহণ করবে।
Desembarcou no Rio de Janeiro, Brasil, onde participarei da Cúpula dos BRICS e depois irei à sua capital, Brasília, para uma visita de Estado a convite do presidente Lula. Esperando uma rodada produtiva de reuniões e interações durante esta visita.@LulaOficialpic.twitter.com/SGZzU4uNQX
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
প্রবাসী ভারতীয়তের সঙ্গে সাক্ষাৎ
রিও ডি জেনেইরোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তাঁরা জমকালো আয়োজনে মোদীকে স্বাগত জানান। মোদী জানান, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও ভারতীয়দের মধ্যে দেশের প্রতি ভালবাসা দেখে তিনি গর্বিত।
#WATCH | Rio De Janeiro, Brazil | Prime Minister Narendra Modi interacts with the members of the Indian diaspora as he receives a grand welcome from the people of the Indian Community
— ANI (@ANI) July 6, 2025
(Video Source: ANI/DD News) pic.twitter.com/L1OXXycswf
ব্রিকস কী?
ব্রিকস (BRICS) হল উদীয়মান অর্থনীতির ৫টি দেশের গোষ্ঠী - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে এতে যোগ দেয়। রাশিয়া বাদে সব দেশই উন্নয়নশীল। ব্রিকসের মূল লক্ষ্য হল বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করা।
প্রধানমন্ত্রী মোদীর ব্রাজিল সফর কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিকস সম্মেলন এবং পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে ভারতের অবস্থান ও নেতৃত্ব স্পষ্ট করতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।