Advertisment

Tax Devolution: মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গকে প্রচুর টাকা পাঠাল কেন্দ্র

PM Modi Tax devolution: তৃতীয়বার ক্ষমতায় আসার পর সোমবারই নয়াদিল্লিতে প্রথম বৈঠকে বসে মোদী মন্ত্রিসভা। আর সেদিনই দেশের সমস্ত রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদী সরকার। পাশাপাশি জুন মাসের করের টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Mamata Banerjee attacks modi sandeshkhali ssc scam

Mamata-Modi: মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।

PM Modi Tax devolution: তৃতীয়বার ক্ষমতায় আসার পর সোমবারই নয়াদিল্লিতে প্রথম বৈঠকে বসে মোদী মন্ত্রিসভা। আর সেদিনই দেশের সমস্ত রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদী সরকার। পাশাপাশি জুন মাসের করের টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা।

Advertisment

এই টাকার মধ্যে পশ্চিমবঙ্গও ভাগ পেয়েছে। প্রায় ১০,৫১৩ কোটি টাকা পেয়েছে মমতার বাংলা। সব থেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ।

উল্লেখ্য, রাজ্যগুলিকে কেন্দ্র করের ভাগ দেয়। একে বলে ট্যাক্স ডেভোলিউশন। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা আয় করে, তার একটি অংশ রাজ্যকে ফিরিয়ে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা দেয় কেন্দ্র। সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। প্রায় ২৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তার পরেই রয়েছে বিহার। তাদের দেওয়া হয়েছে ১৪ হাজার কোটি টাকা।

কর কাঠামোর টাকার কত অংশ কোন রাজ্য পাবে সেটি ঠিক করার অন্যতম মানদণ্ড হল সে রাজ্যের জনসংখ্যা। সেই বিচারে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি পেয়েছে। জনসংখ্যার বিচারে করের টাকা পাওয়ার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তারা পেয়েছে ১০,৫১৩ কোটি টাকা।

আরও পড়ুন Modi Cabinet 2024: শপথ নিয়েই ‘অ্যাকশনে’ মোদী, হাজার হাজার কোটির অনুমোদন, কোন খাতে?

অন্তর্বর্তী বাজেটে এই ‘ডেভোলিউশন’ খাতে ১২ লক্ষ ১৯ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। জুন মাসে দেওয়া হল এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা।

Mamata Banerjee Income Tax West Bengal PM Narendra Modi
Advertisment