Advertisment

PM Modi: আর প্রার্থীদের নয়, ভোটের মুখে মরিয়া মোদী এবার কাকে ফোন করে সাহস দিলেন?

Lok Sabha Polls 2024: এর আগে বিজেপির দুই প্রার্থী রেখা পাত্র ও অমৃতা রায়কে এর আগে ফোন করে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যা ঘিরে জোর চর্চা চলে।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
PM Modi calls Latika Halder BJP member of Baidyapur Gram Panchayat of Habibpur block for work on Lok Sabha polls 2024, লোকসভা ভোটে কাজ করার সাহত যোগাতে মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা লতিকা হালদারকে ফোন প্রধানমন্ত্রী মোদীর

পাকিস্তানের দেখানো পথেই চলছে মোদীর ভারত, ভোটের মাঝেই সেনা সাংসদের শোরগোল ফেলা মন্তব্য

PM Modi's Phon Calls: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও কৃষ্ণনগরের অমৃতা রায়কে এর আগে ফোন করে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যা ঘিরে জোর চর্চা চলে। ফোনের মাধ্যমেই রাজনীতিতে নবাগতা এই দুই মহিলা প্রার্থীর সাহস যোগাতে চেয়েছিলেন নমো। প্রশ্ন উঠেছিল, শুধু প্রার্থীদের সাহস দিলেই চলবে? মাঠে ময়দানে নেমে যারা পদ্ম প্রতীককে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছেন তাঁদের কেন খোঁজখবর নিচ্ছেন না প্রধানমন্ত্রী?

Advertisment

এবার সেই কাজই করলেন খোদ নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে প্রায় পাঁচ মিনিট ধরে মালদার এক বিজেপির পঞ্চায়েত সদস্যার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রীর। সেই ফোন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সদস্যা লতিকা হালদার।

এ দিন কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রার্থীর সমর্থনে সভা করতে কোচবিহারে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারই একফাঁকে লতিকার সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

publive-image
হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা লতিকা হালদার।

লোকসভা ভোটের মুখে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছেন না তো? এমনই কথা প্রধানমন্ত্রী দলেরই ওই পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞেস করেছেন বলে খবর। জবাবে শাসক তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন এবং বিজেপির প্রার্থীকে জয়ী করার সংকল্পের কথা নমোকে জানিয়েছেন মালদার প্রত্যন্ত গ্রামীন এলাকার ওই পঞ্চায়েত সদস্যা।

বৃহস্পতিবার বিকেলে বিজেপির একটি নির্বাচনী সভায় বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের ওই পঞ্চায়েত সদস্যার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি প্রকাশ্যে আনেন। আর তাতেই রাজনৈতিক স্তরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- Modi-Mamata: মমতার প্রশাসনের প্রশংসায় মোদী! ভরা-সভায় ‘ধন্যবাদ-জ্ঞাপন’ চর্চায়!

দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নেন যে- তৃণমূল কোনও অত্যাচার করছে নাতো? হিংসা ছড়াচ্ছে নাতো? পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত বিজেপি দলের ওই পঞ্চায়েত সদস্যা লতিকা হালদার বলেন, 'প্রধানমন্ত্রী আমাকে ফোন করে জানতে চেয়েছেন কাজ কেমন চলছে। তৃণমূল হিংসা ছড়াচ্ছে কিনা।' লতিকা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি মহিলাদের একত্রিত করছেন তাই তৃণমূল সাহস পাচ্ছে না। পাশাপাশি দলের কার্যকর্তা হিসেবেও তিনি মহিলাদের সংগঠিত করার কাজ করে যাচ্ছেন।

উত্তর মালদার বিজেপির প্রার্থী তথা সাংসদ খগেন মুর্মু বলেছেন, 'এটাই হল আমাদের প্রধানমন্ত্রী। দুর্গম গ্রামের একজন দলীয় সদস্যা কেমন আছেন তারও খোঁজ খবর যেমন রাখেন, তেমন-ই গ্রামের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী যথাসাধ্য ভাবে কাজ করে চলেছেন।'

2024 General Election Maldah PM Narendra Modi PM Modi bjp loksabha election 2024 Malda
Advertisment