Advertisment

Narendra Modi in Jalpaiguri: ইডির পর NIA-র উপর হামলায় রেগে আগুন মোদী! দিন বেঁধে বাংলায় ভীষণ কঠিন অভিযানের হুঁশিয়ারি

Lok Sabha Election 2024-Modi: এক সপ্তাহে রাজ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভা। রবিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে আসেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসকদলকে একাধিক ইস্যুতে তুলোধনা করেছেন মোদী। একইসঙ্গে সম্প্রতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 narendra modi west bengal sandeshkhali ssc scam

Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi in Jalpaiguri: ED-র পর এবার রাজ্যে NIA-র উপর হামলা নিয়ে সরব খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে নির্বাচনী সভায় এসে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা ইস্যুতে চাঁচাছোলা ভাষায় মোদী আক্রমণ শানানেল রাজ্যের শাসকদল তৃণমূলকে। একইসঙ্গে নরেন্দ্র মোদীর আরও হুঁশিয়ারি, ''৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও কঠিন হতে চলেছে।''

Advertisment

কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রসঙ্গে তৃণমূলকে দুষে কী বললেন মোদী?

"কেন্দ্রীয় এজেন্সি এলে তৃণমূল তাদের উপর হামলা করে। অন্যদের দিয়ে হামলা করায়। তৃণমূল আইন-সংবিধানের তোয়াক্কা করে না। তোলাবাজদের বাঁচাতেই কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা।"

আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে বারবার অভিযোগ করে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সবচেয়ে বেশি সরব। এদিন গরিব মানুষের জন্য পাকা ঘর তৈরির টাকা পাঠানো ইস্যুতেও তৃণমূলকে একহাত নিয়েছেন মোদী।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘ওরা দাঙ্গা করবে’, তারিখ উল্লেখ করে কাঁপানো আশঙ্কা তৃণমূলনেত্রীর!

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "৩০ হাজার কোটি টাকা গরিবের ঘর বানাতে দিয়েছি। আমি বলেছি, টাকা সোজা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। তৃণমূল বলছে, কেন্দ্রের টাকা প্রথমে ওদের কাছে যাবে। আপনারাই বলুন, জনতার টাকা আমি তৃণমূলকে লুঠতে কেন দেব? এই ভেটে তৃণমূলকে শবক শেখানো জরুরি।"

আরও পড়ুন- NIA Attacked in Bhupatinagar: সাংঘাতিক অভিযোগ NIA-এর বিরুদ্ধেই! ভূপতিনগর থানায় নালিশ ধৃত TMC নেতার পরিবারের

এদিন ফের একবার সন্দেশখালি (Sandeshkhali) প্রসঙ্গেও মুখ খুলেছেন মোদী (Modi)। রাজ্যের শাসকদলকে তুলোধনা করে এদিন মোদী বলেন, "সন্দেশখালিতে যা হল তা গোটা দেশ দেখেছে। ওখানে মা-বোনেদের সঙ্গে অত্যাচার হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এখানে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। দিকে-দিকে তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে।"

Jalpaiguri modi tmc bjp loksabha election 2024
Advertisment