'ইতিহাস গড়ল দেশ, স্যালুট', আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ে আপ্লুত মোদী

নরেন্দ্র মোদী একে ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করে বলেছেন, এই জয় ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। লোকসভার স্পিকার ওম বিড়লাও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন

নরেন্দ্র মোদী একে ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করে বলেছেন, এই জয় ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। লোকসভার স্পিকার ওম বিড়লাও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update
"PM Modi, Women’s World Cup 2025, India vs South Africa final, Harmanpreet Kaur, Shafali Verma, Deepti Sharma, DY Patil Stadium, ICC title, Indian women’s cricket team, historic win, sports inspiration"

'ইতিহাস লিখল ভারত, স্যালুট', আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ে আপ্লুত মোদী

ভারতের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত দেশ। উল্লাসে ফেটে পড়েছে ১৪০ কোটি ভারতীয়। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হারমনপ্রীত কৌরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করে বলেছেন, এই জয় ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। ম্যাচের পর আবেগাপ্লুত হয়ে অধিনায়ক হারমনপ্রীত কৌর বলেন, 'এই মুহূর্তের জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। দলের প্রত্যেকেই অবদান রেখেছে। আজ ভারতের মেয়েরা সত্যিই ইতিহাস লিখেছে।’

Advertisment

আরও পড়ুন- নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, সামনে আনলেন 'আসল সত্যি'

প্রধানমন্ত্রী মোদী এক্স -এ এক পোস্টে  লিখেছেন, “আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের অসাধারণ জয়। ফাইনালে তাঁদের পারফরম্যান্স ছিল অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক। পুরো টুর্নামেন্ট জুড়েই দল দুর্দান্ত ঐক্য ও দৃঢ়তা দেখিয়েছে। খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের ক্রীড়া জগতে আসতে উৎসাহিত করবে।”

দীর্ঘ প্রতীক্ষার পর ভারত অবশেষে প্রথম আইসিসি ট্রফি জিতল, যোগ দিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপজয়ী দেশগুলির তালিকায়। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত সমগ্র দেশ।

Advertisment

আরও পড়ুন- ইস্পাত কঠিন লড়াইয়ে তাক লাগানো সাফল্য, ৫৪ লক্ষ মাইনের চাকরিতে স্বপ্নপূরণ বঙ্গ তনয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লাও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, “আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তোমরা শুধু ট্রফি জিতে আসো না, সমগ্র জাতির হৃদয় জয় করেছো। সাহস, দক্ষতা ও বিশ্বাসের এক দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছো। প্রত্যেক ভারতীয় তোমাদের নিয়ে গর্বিত।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঐতিহাসিক জয়কে দেশের গৌরবময় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে স্যালুট!  জাতির জন্য এক গর্বের মুহূর্ত। মহিলা ক্রিকেট দল ভারতের গৌরবকে আকাশে পৌঁছে দিয়েছে। অনবদ্য পারফরম্যান্স লক্ষ লক্ষ মেয়েকে অনুপ্রাণিত করবে। পুরো দলকে আন্তরিক অভিনন্দন।”

আরও পড়ুন-চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ফলাফল? কবে নিয়োগ? রইল ব্রেকিং আপডেট

এই জয়ের মাধ্যমে ভারতের মহিলা ক্রিকেট নতুন যুগে প্রবেশ করল—যেখানে শক্তি, আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন দেশের মেয়েরা।

Indian Women Cricket Team Team India modi ICC Cricket World Cup