PM Modi Maldives visit 2025: দু'দিনের কূটনৈতিক সফরে শুক্রবার মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'স্বাধীনতা দিবসের' প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি মালদ্বীপ সফরে গিয়েছেন।
এদিন মালদ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু নিজে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামতেই মোদীকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।
মোদীকে স্বাগত জানাতে মালদ্বীপ সরকারের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীও বিমানবন্দরে হাজির ছিলেন। রাজধানী মালে শহরে মোদীর ছবি ও ভারতের তেরঙ্গা পতাকা হাতে সাধারণ মানুষের উচ্ছ্বাস নজর কেড়েছে। মোদীর সম্মানে দেশজুড়ে পোস্টার, ব্যানার ও শিশুদের উল্লাস ছিল চোখে পড়ার মত।
মালদ্বীপের সঙ্গে সম্প্রতি কিছু রাজনৈতিক উত্তেজনা দেখা দিলেও মোদীর এই সফর ভারত-মালদ্বীপ সম্পর্ককে নতুন দিশা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। প্রেসিডেন্ট মুইজ্জু সরকারের কিছু ভারতবিরোধী অবস্থান সত্ত্বেও, মোদী সরকার কূটনৈতিক সংযম ও কৌশলের মাধ্যমে সম্পর্ক উন্নতিতে বিশেষ আগ্রহী।
কেন ভারতের কাছে মালদ্বীপ গুরুত্বপূর্ণ?
ভূ-রাজনৈতিক অবস্থান: ভারত মহাসাগরে মালদ্বীপের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিনের প্রভাব কমানো: মালদ্বীপে চিনের বিনিয়োগ ও প্রভাব বাড়তে থাকায়, ভারত চায় সেখানে প্রভাব বজায় রাখতে।
মোদীর মালদ্বীপ সফর ভারতের একটি কৌশলগত জয় হিসেবেই দেখছেন আন্তর্জাতিক মহল। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এবং তা ধরে রাখাই এই সফরের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদী ৬০ তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনি ভারত-মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতেও সেখানে উপস্থিত থাকবেন।
পাশাপাশি প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনাও করবেন। দ্বীপরাষ্ট্রটিতে ভারতের সাহায্যে পরিচালিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এই সফর কেবল দ্বিপাক্ষিক সহযোগিতাই জোরদার করবে না, বরং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের 'নেইবারহুড ফার্স্ট' নীতিকে আরও শক্তিশালী করবে।