Advertisment

PM Modi Krishnanagar Rally: 'অপরাধীই এখানে ঠিক করে কবে ধরা দেবে', সন্দেশখালি ইস্যুতে ফের সোচ্চার মোদীর

PM Modi To Visit West Bengal: বাংলা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন নমো। পরপর দু'দিন রাজ্যের দুই প্রান্তে সমাবেশ নরেন্দ্র মোদীর। সন্দেশখালি ইস্যুতে সুর চড়িয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মোদী। গতকাল আরামবাগের সভার পর রাতে রাজভবনে ছিলেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধেয় রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই নেতার প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Krishnanagar Rally, PM Modi To Visit West Bengal, PM Narendra Modi Rally

PM Modi Krishnanagar Rally: কৃষ্ণনগরের সভামঞ্চের পথে মোদী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

PM Modi Krishnanagar Rally Update: গতকাল আরামবাগের (Arambagh) পর আজ কৃষ্ণনগর (Krishnanagar)। বাংলা থেকেই লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) প্রচার শুরু মোদীর (Modi)। গতকালও সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে যেভাবে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে, আজ সেই ঝাঁঝ আরও বাড়ালেন নমো। নাম না করে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) প্রসঙ্গও টানলেন BJP-র শীর্ষ সেনাপতি। 'অপরাধীই এখানে ঠিক করে, সে কবে ধরা দেবে', শেখ শাহাজাহানের নাম না নিয়েই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর।

Advertisment

সন্দেশখালির অপরাধীদের গ্রেফতার করতে চায়নি তৃণমূল: মোদী

"সন্দেশখালির মানুষ ন্যায় চেয়েছিলেন। তৃণমূল সরকার ওদের আকুতি শোনেনি। এখানে পুলিশ নয়, অপরাধীই ঠিক করে, সে কবে ধরা দেবে। সন্দেশখালির অপরাধীরা গ্রেফতার হোক, সেটা চাইত না রাজ্য সরকার। বাংলার মানুষই দুর্গা হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। বিজেপি পাশে ছিল। বাধ্য হয়ে রাজ্য ঝুঁকেছে।"

publive-image
সভাস্থলের ছবি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

তৃণমূল মানেই বিশ্বাসঘাতকতা: মোদী

"বাংলার জনতা অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার ফিরিয়ে এনেছে। কিন্তু তৃণমূল (TMC) অত্যাচার, বিশ্বাসঘাতকতার দ্বিতীয় নাম হয়ে উঠেছে। বাংলায় দুর্নীতির, বিশ্বাসঘাতকতা, পরিবারতন্ত্রের জন্ম দিয়েছে তৃণমূল। তৃণমূল মানেই বিশ্বাসঘাতকতা, দুর্নীতি, অত্যাচার, পরিবারতন্ত্র। বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তৃণমূল।"

publive-image
কৃষ্ণনগরে মোদীর সভামঞ্চের পথে সুকান্ত মজুমদার। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

আরও পড়ুন- Kunal Ghosh-Sudip Banerjee: সুদীপকে গ্রেফতারের দাবি, ED-CBI-কে ট্যাগ করে এবার বোমা ফাটানো অভিযোগ কুণালের

উল্লেখ্য, গতকাল হুগলির আরামবাগেও প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখেছিলেন নরেন্দ্র মোদী। আজ করলেন কৃষ্ণনগরে। চলতি সপ্তাহে পরপর দু'দিন রাজ্যে দুটি সভায় ঝড় তুললেন মোদী। একইসঙ্গে তৃণমূল বিরোধিতায় শুভেন্দু-সুকান্তদের প্রতিবাদের ঝাঁঝও বাড়িয়ে দিলেন নমো। আগামী সপ্তাহে ফের একবার রাজ্যে আসছেন মোদী। আগামী সপ্তাহে সভা সন্দেশখালির নাকের ডগায়। উত্তর ২৪ পরগনার বারাসতের ওই সভায় সন্দেশখালির নির্যাতিতা মা-বোনেদেরও নিয়ে যেতে পারে বঙ্গ বিজেপি।

Krishnanagar PM Modi bjp loksabha election 2024
Advertisment