Advertisment

Rekha Patra: মোদীর ফোন, 'শক্তি স্বরূপা' বলে সম্বোধন, প্রবল সমালোচনার মাঝেই যুৎসই জবাব সন্দেশখালির রেখার?

Lok Sabha Election 2024: এবার ভোটে বিজেপির অন্যতম ইস্যু বাংলায় নারী নির্যাতন। যা ভোটারদের সামনে তুলে ধরতে সন্দেশখালিকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modis phone conversation with Sandeshkhali resident Rekha Patra who is BJP candidate from Basirhat , বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রর সঙ্গে প্রধানমন্ত্রীর মোদীর ফোনে কথোপকথন

BJP: মোদীর সঙ্গে ফোনে কথা বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

Pm Modi Rekha Patra Phone Conversation: সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট আসনে প্রার্থী ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে রেখাকে 'শক্তি স্বরূপা' বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রায় মিনিট সতেরোর ফোনালাপে, রেখাকে শুরুতেই তাঁর সাহসি পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান মোদী। পরে বলেন, 'বিজেপি আপনাকে প্রার্থী করে খুব ভাল কাজ করেছে। কারণ, যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের হয়েও লড়াই করেন… এমন মানুষ রাজনীতিতে কমই আছেন। গোটা দেশ আপনার জন্য গর্বিত হবে। আপনি শক্তি-স্বরূপা। আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।'

Advertisment

পাল্টা, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী মোদীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বড় যুদ্ধে জিততে মোদীর আশীর্বাদ চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ' রেখাজি আপনিই শক্তি, আপনিই দুর্গা। বাংলায় শক্তির আরাধনা হয়। আপনিই সেই শক্তি। কত বড় সাহস আপনি দেখিয়েছেন, জানেন না। আপনার কারণেই এক দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। গোটা দেশ আপনার জন্য গর্ব করছে।'

আরও পড়ুন- Sandeshkhali-Rekha Patra: ‘রেখার কাছে ক্ষমাপ্রার্থী, আমাদের ভুল বুঝিয়েছিল’, Viral ভিডিও-য় TMC কি এবার প্যাঁচে?

শুরুতেই ফোনে এ দিন রেখার কাছে প্রধানমন্ত্রী মোদী জানতে চান, লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করার পর কেমন সাড়া পড়েছে? জবাবে রেখা বলেছেন, 'আমি ভাল সাড়া পেয়েছি। অনেকেই আমার পাশে রয়েছেন। খোলাখুলি সমর্থন করছেন। তৃণমূলের যে সব মা বোনেরা শুরুতে আপত্তি করছিলেন, তাঁরাও এখন সমর্থনের কথা বলছেন। আমি চাই সবার ভাল হোক।'

আরও পড়ুন- Abhijit Ganguly: অভিজিতের প্রার্থীপদ বাতিলের জোরাল দাবি কংগ্রেসের! কেন আপত্তি?

রেখার মুখে তৃণমূলের সমর্থকদের ভাল করার কথা শুনে বেজায় খুশি বিজেপির 'পোস্টার বয়' মোদী। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, 'আপনার মধ্যে এক জন জনপ্রতিনিধি হয়ে ওঠার সব গুণ দেখতে পাচ্ছি। আপনি শুধু বিজেপির সমর্থকদের কথা ভাবছেন না। আপনার যাঁরা বিরোধী তাঁদেরও ভাল চাইছেন। এই উদারতা একজন জনপ্রতিনিধির থেকে কাঙ্খিত। আমি আশা করছি আপনাকে দিল্লিতে দেখতে পাব।'

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় রেখার অভিযোগ ছিল যে, ২০১১ সাল থেকে তিনি ভোট দিতে পারছেন না। তাঁদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। তা শুনে প্রধানমন্ত্রীর আশ্বাস, 'এই বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনব। গোটা দেশের স্বচ্ছ ও অবাধ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। আশা করব নির্বাচন কমিশন বসিরহাটে অবাধ নির্বাচন সুনিশ্চিত করবে।'

আরও পড়ুন- Bengal Assembly By-Elections 2024: শেষপর্যন্ত শিকে ছিঁড়ল সজলের, বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

বসিরহাটে বিজেপির প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণার পর থেকেই সন্দেশখালির একাংশের মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছিল। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় সে কথাও তুলে ধরেন রেখা। বিজেপি প্রার্থী বলেন, 'কয়েকজন বিরোধিতা করেছিলেন। কিন্তু তাঁরাও এখন মেনে নিয়েছেন। তাঁরা আমাকে জানিয়েছেন, তৃণমূলের উস্কানিতেই তাঁরা এসব করেছেন। তাঁরা যা করেছেন, সে সবের জন্য তাঁরা ক্ষমাও চেয়েছেন।'

এবার ভোটে বিজেপির অন্যতম ইস্যু বাংলায় নারী নির্যাতন। যা ভোটারদের সামনে তুলে ধরতে সন্দেশখালিকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- Dilip Ghosh: এবার মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের! ফের বিতর্কিত মন্তব্যে হুলস্থূল! সরব তৃণমূল

2024 General Election Basirhat modi PM Modi Basirhat BJP Candidate Rekha Patra bjp loksabha election 2024 west bengal politics
Advertisment