Amrit Bharat Express: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে আজ অযোধ্যা ধাম রেলস্টেশন এবং মহর্ষি বাল্মিকী নামাঙ্কিত নয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা থেকেই এদিন ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা প্রধানমন্ত্রীর হাত ধরেই। ২টি অমৃত ভারতের একটি পেয়েছে বাংলা। মালদা থেকে বেঙ্গালুরু ছুটবে এই ট্রেন।
শনিবার অযোধ্যা থেকে মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ট্রেনটি মাত্র ৪৩ ঘণ্টাতেই মালদা থেকে বেঙ্গালুরু টার্মিনাসে পৌঁছে যাবে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন। আপাতত সপ্তাহে একদিন চলবে অমৃত ভারত এক্সপ্রেস। প্রতি শবিবার সকালে ট্রেনটি ছেড়ে গিয়ে রবিবার রাতে পৌঁছোবে বেঙ্গালুরুতে।
আরও পড়ুন- ঝাঁটা আঁকড়েই গণ্ডগ্রামে অভূতপূর্ব কীর্তির অনন্য নজির বৃদ্ধের! প্রশংসনীয় প্রচেষ্টার পাশে প্রশাসন
অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কামরা রয়েছে, যার মধ্যে সাধারণ কামরা থাকছে ৮টি। ট্রেনটি বেঙ্গালুরু থেকে মঙ্গলবার দুপুরে ছেড়ে বৃহস্পতিবার বেলা ১১টায় মালদা পৌঁছোবে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ছেতে যারাঁ মূলত চিকিতসা করাতে দক্ষিণ ভারতে যান, তাঁদের এই ট্রেনটি চালুর ফলে বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।