Modi in Kolkata: এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে এক সপ্তাহের মধ্যে দুবার এলেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার আরামবাগে এবং পরেরদিন শনিবার কৃষ্ণনগরে সভা করেন তিনি। পাশাপাশি রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণাও করেন।
PM Narendra Modi Visits Bengal: মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল, বুধবার বারাসতে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই কারণেই মঙ্গলবার সন্ধেয় কলকাতায় এসেছেন মোদী। এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর বিমান নামে সন্ধেয়। সেখান থেকে তার কনভয় সোজা চলে যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে গেলেন তিনি।
Advertisment
তার পর সেখান থেকে রাজভবনে যায় তাঁর কনভয়। রাতে সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী। এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে এক সপ্তাহের মধ্যে দুবার এলেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার আরামবাগে এবং পরেরদিন শনিবার কৃষ্ণনগরে সভা করেন তিনি। পাশাপাশি রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণাও করেন। আগামিকাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) ওরেঞ্জ লাইনের অন্তর্গত হাওড়া ময়দান থেকে ধর্মতলা অংশের উদ্বোধন করবেন তিনি।
বুধবার সকালে বারাসতে যাবেন তিনি। সেখানে সকাল ১০টা নাগাদ তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। তার পর বারাসতের কাছারি ময়দানে বিজেপির (BJP) নারী সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা। গোটা দেশে এই সভা সরাসরি সম্প্রচার করবে মহিলা মোর্চা।
বারাসতের সভায় বেশ কিছু চমকের কথা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে বঙ্গ বিজেপি। সেদিন অনেকে মোদীর হাত ধারে বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। জল্পনা রয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায় এই সভায় বিজেপিতে যোগদান করতে পারেন। আরও অনেক চমক থাকছে, সেকথা খোলসা করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।