/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Vande-Bharat-Express.jpg)
বন্দে ভারত এক্সপ্রেস
Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত ট্রেন পেল বাংলা। ভারতের রেল মানচিত্রে জুড়ল আরও দশটি সেমি-হাইস্পিড এই ট্রেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাটের আহমেদাবাদ থেকে। এএনআই সূত্রে জানা গিয়েছে, বাংলার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে নয়া বন্দে ভারত।
এদিকে, বিশাখাপত্তনম থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। বিশাখাপত্তনম থেকে পুরী এবং সেকেন্দ্রবাদ রুটে দুটি নয়া বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হয়েছে। এছাড়াও আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, লখনউ-দেরাদুন, কালাবুর্গি-স্যর এম বিশ্বেশ্বর ট্রার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী ও খাজুরাহো-দিল্লি নিজামউদ্দিন রুটে আরও আটটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে।
এদিন বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি সারা দেশে মোট ৮৫ হাজার কোটি টাকার ৬ হাজার রেল প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এখন দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলে। ব্রডগেজ লাইনে দেশের ২৪টি রাজ্যের মোট ২৫৬টি জেলাকে জুড়েছে এই ট্রেন।
আরও পড়ুন Mamata CAA: সিএএ নিয়ে মোদীর ঘোষণার আগেই তেড়েফুঁড়ে কেন্দ্রকে আক্রমণ মমতার
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীকে সুখবর জানিয়ে মোদী লিখেছেন, 'আর কিছুক্ষণের মধ্যেই সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনেরও যাত্রাশুরু হবে।' তারপর আহমেদাবাদ থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন মোদী।
In a short while from now, at around 9:15 AM, I will inaugurate and lay the foundation stones for several projects covering sectors like railways and petrochemicals. Vande Bharat trains and freight trains will also be flagged off. Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras…
— Narendra Modi (@narendramodi) March 12, 2024