West Bengal Lok Sabha Elections 2024 Results: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে বাংলায় বারে বারে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার প্রচার পর্যন্ত মোট ২৩টি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে কলকাতা উত্তর কেন্দ্রে বিরাট রোড শো করেছিলেন। কয়েকটি কেন্দ্রে জোড়া সভা করেছিলেন মোদী। ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, যে কজন প্রার্থীর জন্য জনসভা করেছিলেন মোদী তার মধ্যে ৭ জন জিতেছেন।
২৩টি জনসভার মধ্যে একটিতে একাধিক কেন্দ্রের জন্য প্রচার সেরেছিলেন মোদী। সেই হিসাবে ১২টি কেন্দ্রে হার হয়েছে বিজেপির। আর জিতেছে ৭টি আসনে। ভোটঘোষণার আগে মোদী জনসভা করেছিলেন আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত এবং দার্জিলিংয়ে। মহিলাকেন্দ্রীক সভা হয়েছিল বারাসতে। তাতে হাজির ছিলেন বসিরহাট কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র। তিনি বসিরহাট কেন্দ্রে হেরেছেন। একনজরে দেখে নেওয়া যাকে বাংলার মোদীর জনসভার রিপোর্ট কার্ড-
কোচবিহার- নিশীথ প্রামাণিক (পরাজিত)
জলপাইগুড়ি- জয়ন্ত রায় (জয়ী)
আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা (পরাজিত)
রায়গঞ্জ- কার্তিক পাল (জয়ী)
দার্জিলিং- রাজু বিস্তা (জয়ী)
বালুরঘাট- সুকান্ত মজুমদার (জয়ী)
মালদা উত্তর- খগেন মুর্মু
মালদা দক্ষিণ- শ্রীরূপা মিত্র চৌধুরি (পরাজিত)
দক্ষিণবঙ্গ
বর্ধমান-দুর্গাপুর- দিলীপ ঘোষ (পরাজিত)
কৃষ্ণনগর- অমৃতা রায় (পরাজিত)
বোলপুর- পিয়া সাহা (পরাজিত)
হাওড়া- রথীন চক্রবর্তী (পরাজিত)
আরামবাগ- অরূপকান্তি দিগার (পরাজিত)
হুগলি- লকেট চট্টোপাধ্যায় (পরাজিত)
ব্যারাকপুর- অর্জুন সিং (পরাজিত)
বারাসত- স্বপন মজুমদার (পরাজিত)
ঝাড়গ্রাম- প্রণত টুডু (পরাজিত)
পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো (জয়ী)
বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ (জয়ী)
যাদবপুর- অনির্বাণ গঙ্গোপাধ্যায় (পরাজিত)
মথুরাপুর- অশোক পুরকাইত (পরাজিত)
ডায়মন্ড হারবারে সভা করেননি প্রধানমন্ত্রী। এবং খারাপ আবহাওয়ার জন্য কাঁথি এবং তমলুকে যেতে পারেননি মোদী। হলদিয়া থেকেই বার্তা দেন তিনি। কাঁথি এবং তমলুকে জিতেছে বিজেপি। ডায়মন্ড হারবারে হেরেছেন বিজেপি প্রার্থী। সবমিলিয়ে ২৩টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী।
উপরোক্ত আসনগুলির মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর ২০১৯ সালে বিজেপির দখলে ছিল। চব্বিশে তার মধ্যে কোচবিহার হাতছাড়া হয়েছে বিজেপির। সেখানে ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল। হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
দক্ষিণবঙ্গে উনিশের ভোটে বর্ধমান-দুর্গাপুর, হুগলি, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর ছিল বিজেপির দখলে। কিন্তু এবার সেখানে পুরুলিয়া এবং বিষ্ণুপুর আসনেই মুখরক্ষা হয়েছে পদ্মশিবিরের। বাকি আসনগুলিতে ঘাসফুল ফুটেছে। হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (হুগলি), অর্জুন সিং (ব্যারাকপুর), দিলীপ ঘোষ (বর্ধমান-দুর্গাপুর) হেরেছেন। গেরুয়া শিবিরের মুখরক্ষা করেছেন জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া) এবং সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর)।