PM Narendra Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসেই বঙ্গ সফরে বিজেপির শীর্ষ সেনাপতি। লোকসভা নির্বাচনের (Lok sabha election 2024) ঠিক আগে আগে মোদীর এই বঙ্গ সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে পারেন মোদী (Modi)। এই বারসত থেকে সন্দেশখালির (Sandeshkhali) দূরত্ব খুব বেশি নয়। স্বাভাবিকভাবে মোদীর বারাসতে সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ BJP-তে জোরদার তৎপরতা শুরু।
সন্দেশখালি ইস্যুতে এখনও তোলপাড় রাজ্য। শেখ শাহজাহান (Sheikh Shahhahan), শিবু হাজরা (Shibu Hazra), উত্তম সরদারদের (Uttam Sardar) বিরুদ্ধে এখনও ফুঁসছে সন্দেশখালির আমজনতা। যদিও উত্তম সরদার, শিবু হাজরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। যদিও এখনও অধরা সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। রাজ্য BJP সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে (TMC) তুলোধনা করে সুর সপ্তমে তুলে রেখেছে। এবার এই আবহেই রাজ্যে আসছেন গেরুয়া দলের শীর্ষ সেনাপতি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
রাজ্য BJP সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ মার্চ রাজ্যে এসে বারাসতে জনসভা করতে পারেন মোদী (Modi)। প্রকাশ্য সেই সভা থেকে সন্দেশখালি ইস্যুতে স্বয়ং প্রধানমন্ত্রী কী বলেন তা ঘিরে চর্চা বাড়ছে। তবে লোকসভা ভোটের মাত্র কিছুদিন আগে খোদ নমোর বঙ্গ সফরকে কেন্দ্র করে বেশ তেতে রয়েছে রাজ্য গেরুয়া শিবিরি।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে সূত্রের খবর। ওই দিন এরাজ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) কয়েকটি রুটের উদ্বোধনেও দেখা যেতে পারে প্রধানমন্ত্রীকে। এমনকী গঙ্গার (Ganga) নীচ দিয়ে মেট্রোপথে সফরও করতে পারেন মোদী।
এদিকে, সন্দেশখালি ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। গতকাল দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের মঞ্চ থেকে সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণ শানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং (Rajnath Singh)।
তিনি বলেছিলেন, “দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গ। নারীদের সঙ্গে সেখানে কী ধরনের অত্যাচার হচ্ছে! নারীদের ইজ্জত নিয়ে ছিনিমেনা খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে (Sandeshkhali) যা হয়েছে সেখানে আমাদের দলের কর্মীরা সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমাদের কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি।”