মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র। তবে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এই ছাড়ের অঙ্ক ৪০০ টাকা। একই সঙ্গে কেন্দ্র ঘোষণা করেছে যে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে আরও ৭৫ লক্ষ গ্রাহককে নতুন এলপিজি সংযোগ দেওয়া হবে বিনামূল্যে। ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা ৯.৬ কোটি থেকে বেড়ে হবে ১০.৩৫ কোটি। স্বাভাবিকভাবেই, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার চাহিদা আগামিতে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। ফলে সরকারি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে কারা যোগ্য, কীভাবে নাম অন্তর্ভুক্ত করা যাবে রইল তারই বিস্তারিত তথ্য।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কী?
গ্রামীণ মহিলা অনেক সময় কাঠের উনুন, গোবর, খড়ের জ্বালানীতে রান্না করেন। ফলে দূষণ ছড়ায়, মহিলাদের এর থেকে নানা রোগও হয়। এসব বন্ধে তাই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে দায়িদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের মহিলাদের গ্যাস বিতরণে প্রকল্প তৈরি করা হয়। ২০১৬ সালের ১ মে চালু করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের আওতায় সরকার দেশের দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে।
এই প্রকল্পে কারা সুবিধা পাবেন?
দারিদ্র বা বিপিএল তালিকাভুক্ত পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী শুধুমাত্র মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করার সুযোগ পান। মহিলার বিপিএল কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে। একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সংযোগের জন্য আবেদন করতে পারবেন না।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কীভাবে আবেদন?
আবেদনকারী বিপিএল তালিকাভুক্ত পরিবারের মহিলা সদস্য হতেই হবে।
- এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমে pmujjwalayojana.com ওয়েবসাইটিটে যেতে হবে।
- pmujjwalayojana.com ক্লিক করে হোম পেজে গিয়ে ফর্ম ডাউনলোড অপশনে ক্লিক করুন।
- সেখান থেকে মিলবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম। সেইন ফর্মটি ডাউনলোড করতে হবে।
- ফর্মে চাওয়া সব তথ্য পূরণ করে বাড়ির কাছের এলপিজি কেন্দ্রে জমা দিতে হবে। প্রয়োজনীয় সব নথির ফটো কপিও জনা করতে হবে।
- নথি যাচাইয়ের পর সরকার আবেদনকারীকে এলপিজি গ্যাস সংযোগ দেবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে?
- কেওয়াইসি লাগবে
- মোবাইল নম্বর
- বয়সের শংসাপত্র
- আধার কার্ড
- রেশন কার্ডের ফটো কপি
- বিপিএল কার্ড
- বিপিএল তালিকায় নামের প্রিন্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাঙ্কের ফটোকপি