এবার এক সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর, শোরগোল ফেলে দেওয়া ভিডিও ভাইরাল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। পশ্চিম মেদিনীপুপের দাসপুরের এই ঘটনা ঘিরে হুলস্থূল পড়ে গিয়েছে। সিপিএম প্রার্থীরা বাধা দিলে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।
Advertisment
পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমার শুরু থেকে সীমাহীন অশান্তি দেখেছে বাংলা। মঙ্গলবারই ছিল মনেনায়নপত্র প্রত্যাহার করে নেওয়ার শেষ দিন। দাসপুর ১ নং ব্লকের এক সিপিএমের মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে জোর করে দাসপুর থানার পুলিশই, এমনই অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকর্মীদের, সিপিএমের অন্য কর্মীরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়।
বিরোধীদের মনোনয়নপত্র তোলার জন্য রাজ্য পুলিশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। দাসপুরের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সুষমা সাউকে মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য সোমবার তাঁর বাড়িতে জনা চল্লিশ তৃণমূলের দুষ্কৃতী গিয়ে হুমকি দিয়ে আসে বলে অভিযোগ। তিনি মনোনয়ন প্রত্যাহারে রাজি না হওয়ায় বিকাল ৩টার পর দাসপুর থানার ওসি’র নেতৃত্বে পুলিশবাহিনী তাঁকে বিডিও অফিসে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সিপিএম প্রার্থী সুষমা সাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আর বাধা দেওয়ার চেষ্টা করছেন সিপিএমের পতাকা হাতে নেওয়া বেশ কয়েকজন। যদিও ওই ভিডিও র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। যদিও বিকেল চারটে বেজে যাওয়ায় এদিন ওই সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিতে রাজি হননি বিডিও অফিসের কর্মীরা।