Advertisment

Digha: দিঘা যাচ্ছেন? এখবর আগে পড়ুন! পর্যটকদের জন্যই যুগান্তকারী এই উদ্যোগ

Digha: সৈকতনগরী দিঘা বরাবরই পর্যটকদের মন কেড়েছে। দিন কয়েকের ছুটিতে বেড়ানোর আদর্শ ঠিকানা হল দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে বছরভর পর্যটকদের ভিড় থাকে। এরাজ্য তো বটেই এমনকী ভিনরাজ্য থেকেও বহু পর্যটক দিঘায় এসে ভিড় জমান। পর্যটকদের মনোরঞ্জনে গত কয়েক বছরে দিঘায় আমূল বদল এনেছে রাজ্য সরকার। পর্যটকদের বিনোদনে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। দিঘায় পর্যটকদের সুরক্ষার স্বার্থেও একাধিক ব্যবস্থা নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ জানাতে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবাও।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘায়

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha: সমুদ্রনগরী দিঘা বরাবরই বাঙালির বেড়ানোর তালিকায় (Travel Destination) সেরা জায়গাগুলির মধ্যে ওপরের দিকেই থাকে। বছরভর পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এই সৈকত শহরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও পর্যটকেরা (Tourists) এসে ভিড় জমান। দিঘায় (Digha) পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এবার যুগান্তকারী তৎপরতা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Advertisment

সম্প্রতি দিঘায় পর পর বেশ কয়েকটি ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। সমুদ্রনগরীর আইনশৃঙ্খলার (Law & Order) পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই কারণেই এবার দিঘার ক্ষেত্রে পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দিঘা শহরে মাইকিং করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের সতর্ক করছে পুলিশ।

পর্যটক ও অন্যদের জন্য প্রশাসনের নির্দেশিকা…

রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দিঘায় সব দোকানপাট বন্ধ করে দিতে হবে। পর্যটকদের গভীর রাত পর্যন্ত সমুদ্র সৈকত কিংবা তার আশেপাশের এলাকায় ঘোরাফেরা করতে নিষেধ করা হচ্ছে। ওই সময়ে পর্যটকদের হোটেলে থাকতেই অনুরোধ জানাচ্ছে পুলিশ। তবে পুলিশি এই নির্দেশিকা না মানলে পড়তে হতে পারে শাস্তির মুখে।

আরও পড়ুন- Premium: দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! দুরন্ত দক্ষতায় গগনচুম্বী সাফল্য! ৩ বঙ্গতনয়ার এগল্প প্রেরণা দেবে!

উল্লেখ্য, কয়েকদিন আগেই সৈকতনগরী দিঘায় এক মহিলা পর্যটকের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায়। সৈকতশহর দিঘায় পর্যটকদের নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন ওঠে। যার জেরে তীব্র অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। সেই কারণেই এবার পর্যটকদের সুরক্ষার স্বার্থেই এমন নজিরবিহীন উদ্যোগ প্রশাসনের।

আরও পড়ুন- Kolkata Weather Today: আজ ঝেঁপে বৃষ্টির জোরালো পূর্বাভাস, সরস্বতী পুজো মিটতেই দুর্যোগ আশঙ্কা কোন কোন জেলায়?

এবিষয়ে দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র জানান, দিঘা শহরে শান্তি বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়ছে। তিনি বলেন, "আমরা মাইকিং করে স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকদের জানিয়ে দিয়েছি। যাঁরা নির্দেশিকা অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।"

West Bengal Tourist Digha police Tourists in Digha
Advertisment