Digha: সমুদ্রনগরী দিঘা বরাবরই বাঙালির বেড়ানোর তালিকায় (Travel Destination) সেরা জায়গাগুলির মধ্যে ওপরের দিকেই থাকে। বছরভর পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এই সৈকত শহরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও পর্যটকেরা (Tourists) এসে ভিড় জমান। দিঘায় (Digha) পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এবার যুগান্তকারী তৎপরতা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সম্প্রতি দিঘায় পর পর বেশ কয়েকটি ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। সমুদ্রনগরীর আইনশৃঙ্খলার (Law & Order) পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই কারণেই এবার দিঘার ক্ষেত্রে পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দিঘা শহরে মাইকিং করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের সতর্ক করছে পুলিশ।
পর্যটক ও অন্যদের জন্য প্রশাসনের নির্দেশিকা…
রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দিঘায় সব দোকানপাট বন্ধ করে দিতে হবে। পর্যটকদের গভীর রাত পর্যন্ত সমুদ্র সৈকত কিংবা তার আশেপাশের এলাকায় ঘোরাফেরা করতে নিষেধ করা হচ্ছে। ওই সময়ে পর্যটকদের হোটেলে থাকতেই অনুরোধ জানাচ্ছে পুলিশ। তবে পুলিশি এই নির্দেশিকা না মানলে পড়তে হতে পারে শাস্তির মুখে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সৈকতনগরী দিঘায় এক মহিলা পর্যটকের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায়। সৈকতশহর দিঘায় পর্যটকদের নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন ওঠে। যার জেরে তীব্র অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। সেই কারণেই এবার পর্যটকদের সুরক্ষার স্বার্থেই এমন নজিরবিহীন উদ্যোগ প্রশাসনের।
এবিষয়ে দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র জানান, দিঘা শহরে শান্তি বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়ছে। তিনি বলেন, "আমরা মাইকিং করে স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকদের জানিয়ে দিয়েছি। যাঁরা নির্দেশিকা অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।"