scorecardresearch

নাবালিকাকে ধর্ষণ করে ‘খুন’, প্রতিবাদে তুমুল বিক্ষোভ, রণক্ষেত্র কালিয়াগঞ্জ

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।

police and mob clash at north dinajpur kaliaganj
পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে রণক্ষেত্র কালিয়াগঞ্জ।

এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দোষীদের শাস্তির দাবিতে নাবালিকার নিথর দেহ রাস্তায় রেখে চলে অবরোধ। অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ অবরোধকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।

এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দফায়-দফায় উত্তপ্ত হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এদিন নাবালিকার মৃতদেহটি উদ্ধারের পর দোষীদের শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকার পর ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।

আরও পড়ুন- অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোটেনি, রোগীকে ট্রেনেই নিয়ে যাওয়ার চেষ্টা, স্টেশনেই মৃত্যু প্রৌঢ়ার

লাঠি উঁচিয়ে অবরোধকারীদের দিকে তেড়ে যেতে দেখা যায় পুলিশকর্মীদের। সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ইটের ঘায়ে এদিন বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। একইভাবে লাঠির ঘায়ে আহত হয়েছেন অবরোধকারীদের অনেকে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Police and mob clash at north dinajpur kaliaganj