Advertisment

অতি চালাকি-ই কাল হল, সরকারি দফতর থেকে পুলিশের জালে নিয়োগ প্রতারণাচক্রের পাণ্ডা

নিয়োগ প্রতারণার নানা অভিযোগের মাঝেই সল্টলেকের বিদ্যুৎ ভবনে হুলস্থূল কাণ্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
police arrested fraudster who claimed a job in the salt lake electricity department with a fake appointment letter , অতি চালাকি-ই কাল হল, সরকারি দফতর থেকে পুলিশের জালে নিয়োগ প্রতারণাচক্রের পাণ্ডা

ধৃত সৌরভ রায়।

ফেক এপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরি করতে এসে হাতেনাতে ধৃত চাকরি প্রতারণা চক্রের অন্যতম মূল পাণ্ডা। সটলেকের বিদ্যুৎ ভবন থেকে সৌরভ রায়কে গ্রেফতার করলেও বিধান নগর পূর্ব থানার পুলিশ।

Advertisment

বেশ কিছু ব্যক্তি বিদ্যুৎ ভবনের বিভিন্ন পদের চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়মিত ভবনে আসছেন। গত ২রা মে বিদ্যুৎ ভবনের জেনারেল ম্যানেজার বিধাননগর পূর্ব থানায় এই অভিযোগ করেছিলেন। সন্দেহ ছিল যে, কোনও একটি প্রতারণা চক্র এই ধরণের ফেক এপয়েন্টমেন্ট লেটারে বিনিময় প্রতারণা করছে।

বিধান নগর পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে। এর মধ্যেই সোমবার এক ব্যক্তি একটি ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিদ্যুৎ ভবনে যান। তিনি বিদ্যুৎ ভবনের বিলিং সেকশনের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখান। তখনই বিদ্যুৎ ভবনের পক্ষ থেকে বিধাননগর পূর্ব থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই পুলিশ জানতে পারে ওই ব্যক্তি আদতে নিয়োগ প্রতারণা চক্রের অন্যতম এক পাণ্ডা। তিনি নিজে সেই ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করে বিদ্যুৎ ভবনে এসেছিলেন। এরপরই তাঁকে তল্লাশি চালিয়ে বেশ কিছু সরকারি ভুয়ো নথিপত্রও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এছাড়াও তার কাছ থেকে বেশ কিছু অ্যাকাউন্ট ডিটেইলস পাওয়া যায়। যেখানে প্রচুর পরিমাণ টাকার লেনদেনের হদিস পায় পুলিশ। তার হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

এরপরে মূল অভিযুক্ত সৌরভ রায় কে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে পেয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Bidhannagar Salt Lake
Advertisment