/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/bidyut-chakraborty.jpg)
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এক্সপ্রেস ফটো
উপাচার্য পদ থেকে অবসর গ্রহণ করেছেন কিছুদিন আগেই। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেল রাজ্য পুলিশ। সোমবার শান্তিনিকেতন থানা থেকে কয়েকজন পুলিশ আধিকারিক গিয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে। উপাচার্য থাকাকালীন এর আগে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের।
অবসর গ্রহণের পরেও চর্চায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীকে হেরিটেজ স্বীকৃতি দেয় ইউনেস্কো। তরপরেই বিশ্বভারতী প্রাঙ্গণে নতুন একটি ফলক বসানো হয়। ফলকে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না। যা ঘিরেই চূড়ান্ত বিতর্ক তৈরি হয়। নিন্দার ঝড় ওঠে সমাজের বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন- জগদ্ধাত্রীর সঙ্গেই ব্যাসদেব ও নারদমুনির আরাধনা, বনেদি বাড়ির এপুজোর পরতে পরতে ইতিহাস
সেই ফলক বিতর্কে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ পাঠায় পুলিশ। তাঁকে থানায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। শেষমেশ সেই অভিযোগের তদন্তেই বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর তাঁর মেয়াদ আর বাড়ায়নি শিক্ষামন্ত্রক। কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিককে বিশ্বভারতীর অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বসানো সেই ফলকও সরিয়ে ফেলার স্পষ্ট নির্দেশ দিয়েছিল শিক্ষামন্ত্রক।
আরও পড়ুন- ছটে ছুটি নিয়ে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর, পাল্টা বাণে ধুয়ে দিলেন দিলীপ
নতুন একটি ফলক বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। নয়া ওই ফলকে কোন কোন নাম রাখা যেতে পারে তা পর্যালোচনা করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষামন্ত্রক। সেই নির্দেশ পেয়ে নয়া কমিটিও গড়া হয়েছে।