প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের সিট প্রধান অশ্বিন শেণভির বক্তব্য শুনে বুধবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআইয়ের সিট প্রধান অভিযোগ করেন যে, কেম্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের 'পুলিশি হেনস্থা'র সম্মুখীন হতে হচ্ছে। যা শুনে বিচারপতির গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিটের কোনও আধিকারিককে আর হয়রানি করতে পারবে না কলকাতা ও রাজ্য পুলিশ। রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও আনার কথা বলেন বিচারপতি।
দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত 'ধীর গতি'তে এগোচ্ছে। এছাড়া তদন্তে 'গড়িমশি'ও নজরে পড়ছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই গত ১৯ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই সিটের প্রধান অশ্বিন শেণভিকে হাইকোর্টে সশীরের তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ মোতাবেক বুধবার হাজিরা দেন সিবিআইয়ের সিট প্রধান।
আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তলব পেয়েই সময়ের আগে হাইকোর্টে মলয় ঘটক! কী বললেন এজলাসে?
অশ্বিন শেণভি কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, তদন্ত করার সময় গোয়েন্দাদের কী কোনও বাধার মুখে পড়তে হচ্ছে? জবাবে সিট প্রধানের অভিযোগ, জেলবন্দি কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে আধিকারিকদের 'পুলিশি হেনস্থা'র মুখে পড়তে হচ্ছে।
যা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, রাজ্য এবং কলকাতা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। তাদের দক্ষতা নিয়ে কিছু বলার নেই। কিন্তু যেখানে আদালতের নির্দেশে কোনও তদন্ত চলছে, সেখানে কোনও ভাবেই তাদের ঢোকা উচিত নয়। তারপরই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উদ্দেশে বিচারপতির নির্দেশ, সিবিআইয়ের সিটের কোনও গোয়েন্দাকে হয়রানি করা যাবে না। আদালতের এই নির্দেশ না মানলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। এ ব্যাপারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাই যে, ইডি এবং সিবিআইয়ের সিটের আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ পুলিশ যেন না করে।'