মুখ্যমন্ত্রীর কনভয়ের একটি টেল কার (tail car) দুর্ঘটনার কবলে পড়ল হাওড়ার সলপের কাছে এনএইচ ৬-এ। সোমবার হাওড়া পুলিশের ওই গাড়ি উল্টে জখম হয়েছেন পাঁচজন। ওই গাড়িটি কনভয়ের একেবারে শেষে ছিল বলে জানা গিয়েছে। আহতদের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, এদিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধন করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়ে এনএইচ ৬ হয়ে ছুটছিল তাঁর কনভয়। কনভয়ের শেষের দিকে ছিল ডব্লিউ বি ১২ ই ১৪৪৩ নম্বরের গাড়িটি। হঠাৎ করে তার সামনে কনভয়ের আর একটি গাড়ি সজোরে ব্রেক কষে। তখন ওই গাড়িটিও ব্রেক কষতে বাধ্য হয়। সেই সময় পিছন থেকে অন্য একটি গাড়ি কিছু বোঝার আগেই ধাক্কা দেয় ওই গাড়িটিকে। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টে যায় গাড়িটি।
জানা গিয়েছে, ওই গাড়ি উল্টে যাওয়ায় পাঁচজন পুলিশ জখম হয়েছেন। তাঁদের প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে এক বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। তবে তাঁদের অবস্থা তেমন আশঙ্কাজনক নয় বলে জানা গিয়েছে।