Advertisment

Rahul Gandhi-Bharat Jodo Nyay Yatra: হাত নাড়াতেও পারবেন না রাহুল, বাংলায় বেনজির বাধায় ভারত জোড়ো ন্যায় যাত্রা

Rahul Gandhi: এরাজ্যে ঢোকার পর থেকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। পড়শি অসম থেকে এরাজ্যের কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে এরাজ্যে ঢোকার পর থেকে বারবার রাহুলের এই মেগা কর্মসূবচিতে বাধা এসেছে। কোথাও যাত্রার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। কোথাও আবার প্রশাসনের তরফেও অসহযোগিতার অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রসে নেতৃত্ব। এবার বীরভূমে বেনজির বাধার মুখে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রাহুল গান্ধীর কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi to contest Lok Sabha polls from Rae Bareli

Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Rahul Gandhi-Bhrat Jodo Nyay Yatra: ফের একবার বাংলায় বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবার রোড শো'র অনুমতিই দেওয়া হল না কংগ্রেস সাংসদকে (Congress MP)। এমনকী গাড়ি থেকে কর্মী-সমর্থক-অনুগামীদের উদ্দেশ্যে হাতও নাড়াতে পারবেন না সোনিয়া-তনয়। প্রশাসনের এহেন নিদানে বেজায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, আজ মুর্শিদাবাদ (Murshidabad) থেকে বীরভূমের (Birbhum) দিকে এগোচ্ছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)।

Advertisment

শুক্রবার থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। এই কারণেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রথমে অনুমতিই দেয়নি পুলিশ প্রশাসন। তবে কংগ্রেস নেতৃত্বের বারংবারের আলোচনায় কিছু বিধি নিষেধ আরোপ করেও কিছুটা ছাড় মিলেছে রাহুলের যাত্রায়। উল্লেখ্য, এরাজ্যে ঢোকার পর থেকেই বারবার বাধার মুখে পড়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে শুরু করে মুর্শিদাবাদের পর এব বীরভূমেও রাহুলের যাত্রায় 'বাধা' প্রশাসনের।

আজ বীরভূমে ঢোকার কথা ভারত জোড়ো ন্যায় যাত্রার। রাহুল গান্ধী তাঁর অনুগামীদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাতও নাড়াতে পারবেন না। কংগ্রেস সূত্রের দাবি, পুলিশের তরফে নাকি এমনই বলা হয়েছে তাঁদের। রোড শো (roadshow) করতেও রাহুল গান্ধীকে নিষেধ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

আরও পড়ুন- Digha: দিঘার কাছেই সোনালী এক ইতিহাস সৃষ্টির পথে! যুগান্তকারী পদক্ষেপ আর মাত্র কয়েকদিনেই

আরও পড়ুন- Construction Workers: রাজমিস্ত্রি-জোগাড়েদের জন্য স্বপ্নাতীত উদ্যোগ! তাঁদের জন্যই অভূতপূর্ব ভাবনা সরকারের

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকে যাওয়ার পরেই তাঁরা রোড শো করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের (Police) তরফে তাঁদের সেই অনুমতিও দেওয়া হয়নি। এমনকী রাহুল গান্ধীর কনভয়ে গাড়ির সংখ্যাও বেধে দিয়েছে প্রশাসন।

এদিকে, কংগ্রেস সূত্রে জানা গিয়েছে রাহুল গান্ধীর সফরসূচি অনুযায়ী আজ বিকেলে সাড়ে ৪টে পর্যন্ত বীরভূমে থাকার কথা তাঁর। বীরভূম থেকেই রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা ঢোকার কথা রয়েছে ঝাড়খণ্ডে (Jharkhand)।

CONGRESS madhyamik exam adhir choudhury West Bengal bharat jodo nyay yatra
Advertisment