Advertisment

মাঠে মারা গেল গভীর ছক, পুলিশের তুখোড় প্ল্যানে জালে অপহরণকারী

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডিহি এলাকায়।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Police nabbed the kidnapper in Narendrapur , মাঠে মারা গেল গভীর ছক, পুলিশের তুখোড় প্ল্যানে অপহরণকারী

নরেন্দ্রপুর থানা।

নরেন্দ্রপুরে ২ লক্ষ টাকা অপহরণ করে মুক্তিপণ চেয়েছে, ছেলেকে ফিরে পেতে থানা দ্বারস্থ হলেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডিহি এলাকায়। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার অপহৃত যুবক।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের যুবক স্বর্ণদীপ মণ্ডল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর প্রায় ১০ ঘণ্টা কেটে গেলেও ছেলে বাড়ি না ফেরায় নরেন্দ্রপুর থানায় দ্বারস্থ হলেন বাবা ও মা। তাঁদের অভিযোগ, ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য ২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। একটি অজানা নম্বর থেকে ফোন করে ওই টাকা চাওয়া হয়েছে জানিয়েছেন স্বর্ণদীপের বাবা প্রদীপ মণ্ডল। মোট তিনবার ফোন করা হয় টাকার জন্য।

কিন্তু তাঁরা টাকা কীভাবে দেবে। তাঁদের পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব নয়। তাই আর কোনও উপায় না পেয়ে রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় এসে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর রাতেই তদন্তে নামে পুলিশ। পুলিশ তদন্তে নেমে সোমবার ভোররাতে কেএলসি থানার কাটাতলা এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। ওই ব্যক্তির বাড়ি থেকেই স্বর্ণদীপকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে।

South 24 Pgs
Advertisment