আবারও উত্তপ্ত জয়নগরের দোলুয়াখাকি গ্রাম। গ্রামে ঢুকতে বাধা বামেদের। মঙ্গলবারের পর আজ রবিবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ত্রাণ নিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গ্রামে ঢোকার আগেই গুদামের হাট মোড়ে তাঁদের আটকায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বামকর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি হয়।
সিপিএমের যুব নেতা তথা আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি বলেন, "আমরা ত্রাণ নিয়ে এসেছি। এখানে ১৪৪ ধারা জারি নেই। তারপরেও আমাদের আটকাচ্ছে পুলিশ।" অন্যদিকে মহিলা সমিতির নেত্রী মোনালিসার কথায়, "এলাকার মহিলারাও আক্রান্ত হয়েছেন। খুবই খারাপ পরিস্থিতিতে তাঁরা আছেন। তাঁদের ও বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমরা নিয়ে যাচ্ছি। তাতেও বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ শাসকদলের তাঁবেদারি করছে।"
আরও পড়ুন- শীতে বেড়ানোর সেরা ঠিকানা! কোলাহলমুক্ত পাহাড়ি গ্রামে প্রাণের স্বস্তি, মনের আরাম
তাঁদের আরও অভিযোগ, সিভিক ভলান্টিয়ার দিয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস। তিনি বলেন, "গ্রামের লোক ছাড়া বহিরাগতরা এলাকায় ঢুকবেন না। শুধুমাত্র পুলিশকর্মীরাই আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন।"