Advertisment

Sandeshkhali case: বিরাট চাপে অবশেষে পদক্ষেপ পুলিশের, সন্দেশখালির শিবু-উত্তমের বিরুদ্ধে গণর্ষণ-খুনের চেষ্টার ধারা যোগ

শিবু-উত্তমের বিরুদ্ধে জনরোষের প্রায় এক সপ্তাহ পরে পদক্ষেপ করল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Police registered gang rape case against TMC leader Shivprasad Hazra and Uttam Sarkar accused in Sandeshkhali case , সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সরকার শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গণর্ষণের মামলা রুজু পুলিশের

শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার।

Sandeshkhali: গত কয়েকদিন ধরেই সন্দেশখালি হামলার অন্যতম অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। শেখ শাহজাহানের এই দুই শাগরেদের গ্রেফতারির দাবিতে লাঠিসোঁটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা। সন্দেশখালি থানায় ঘেরাও করেন। পরদিন রাতেই গ্রেফতার করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে। পরে জামিনে মুক্ত সে। তবে এখনও ফেরার শিবপ্রসাদ হাজরা। এসবের মধ্যেই নির্যাতিতাদের গোপন জবানবন্দি নিয়েছিল পুলিশ। তার ভিত্তিতেই সন্দেশখালির ২০ নম্বর মামলায় শিবপ্রসাদ হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। সঙ্গে যোগ করা হয়েছে খুনের চেষ্টার ধারাও। সন্ধ্যায় বসিরহাট পুলিশ জেলার এসপি জেবি থমাস এই তথ্য জানিয়েছেন।

Advertisment

এদিন পুলিশ সুপার বলেছেন, 'সন্দেশখালির পরিস্থিতি আপাতত শান্ত। কেউ শান্তিভঙ্গ করলে তার বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশ কিছু লুকনোর চেষ্টা করছে না। নির্যাতিতাদের গোপন জবানবন্দির প্রেক্ষিতে সন্দেশখালির ২০ নম্বর মামলায় গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।'

বসিরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী অরুণ পালের দাবি, 'সন্দেশখালির এক নির্যাতিতা অভিযোগ করে বলেছেন যে দুই তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দার তাঁকে গণধর্ষণ ও খুনের চেষ্টা করেছেন। ইতিমধ্যে তাঁর গোপন জবানবন্দি বসিরহাট মহকুমা আদালতে নেওয়া হয়। সেই জবানবন্দির প্রেক্ষিতেই পুলিশের পক্ষ থেকে গণধর্ষণ এবং খুনের চেষ্টা-এই নতুন দু'টি ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।'

আরও পড়ুন- Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে নবান্নের মুখ পুড়তেই পুলিশের শীর্ষ পদে বড় বদল, দেখুন কোন পদে কে

এরপরও নির্যাতিতাদের দাবি, 'শুধু গণধর্ষণের মামলা রুজু করলেই চলবে না। শিবু ও উত্তমকে গ্রেফতার করতে হবে। না হলে এলাকায় শান্তি ফিরবে না। সুবিচার হবে না।'

এদিকে, সন্দেশখালি বিতর্কের মধ্যেই মাত্র ১৭ দিনের মাথায় দক্ষিণবঙ্গের এডিজি পদ থেকে সরানো হল সিদ্ধনাথ গুপ্তকে। ওই জায়গায় আইপিএস সুপ্রতিম সরকারকে নিয়োগ করল রাজ্য সরকার। সন্দেশখালি এলাকা বারাসত ডিআইজির নিয়ন্ত্রণাধীন। সেই বারাসত ডিআইজি পদে থাকা সুমিত কুমারকে সরিয়ে আনা হচ্ছে আইপিএস ভাস্কর মুখোপাধ্যায়কে।

শুরু থেকেই সন্দেশখালি কাণ্ডে কাঠগড়ায় পুলিশের ভূমিকা। অস্বস্তিতে রাজ্য প্রশাসন। ড্যামেজ কন্ট্রোলে তাই তড়িঘড়ি দক্ষিণবঙ্গের এডিজি পদে আদলবদল করা হল বলে মনে করা হচ্ছে।

Sandeshkhali sheikh shahjahan tmc sandeshkali ed
Advertisment