শিশু শ্রম রুখতে এবার তৎপর হল বিধাননগর পুলিশ। এলাকার হোটেল, দোকানগুলোতে শিশুদের নিয়ে কাজ করানো হচ্ছে, এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে পুলিশ। মঙ্গলবার তল্লাশি চালিয়ে ৪ কিশোরকে উদ্ধার করে বিধাননগর পুলিশ। সবটা জেনেও হোটেল ও দোকানের মালিকরা ওই কিশোরদের দিয়ে কাজ করাতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘সল্টলেক ও বৈশাখী এলাকার এ জি মার্কেট থেকে ওই ৪ জন কিশোরকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হোটেল ও দোকানে শিশু শ্রমিক হিসেবে কাজ করত তারা। সকলের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে।’’ রান্নাবান্না থেকে মাল বওয়া, সব ধরনের কাজই ওই কিশোরদের দিয়ে করানো হত বলে জানিয়েছেন ওই আধিকারিক।
আরও পড়ুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে সন্দেহ, নিউটাউনের আইনজীবীর স্ত্রী পুলিশ হেফাজতে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শিশুদের উদ্ধারে যে বাহিনী রওনা দেয়, তাতে ছিলেন সাব ইন্সপেক্টর অর্পিতা বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, কলকাতা চাইল্ড লাইনের সজল মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া কিশোররা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও সল্টলেকের বাসিন্দা। কিশোরদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় প্রথমে। পরে তাদের কলকাতা চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘কলকাতা চাইল্ডলাইনের হাতে কিশোরদের তুলে দেওয়া হয়েছে।’’ সব নিয়ম মেনেই তা করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
Read the full story in English