Advertisment

ঘোর 'বিপদে' পড়েছিলেন একাকী বৃদ্ধা! দুরন্ত তৎপরতায় উদ্ধার পুলিশের

Salt Lake News: একাকী বৃদ্ধা নিজের বাড়িতেই ঘোর বিপদে মধ্যে পড়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধারে বেশ কিছুক্ষণ ধরে লাগাতার চেষ্টা চলে। বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। ওই বৃদ্ধার কোনও সন্তান নেই। সল্টলেকের ওই বাড়িতে একাই থাকেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
police rescued the lonely old woman from her house in Salt Lake

Salt Lake News: উদ্ধারের পর পুলিশকর্মীদের সঙ্গে ওই বৃদ্ধা।

Salt Lake News: পরিচারিকার উপস্থিত বুদ্ধি ও পুলিশি তৎপরতায় উদ্ধার একাকী বৃদ্ধা। চটজলদি তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন একাকী বৃদ্ধা। সল্টলেকের (Salt lake) এই ঘটনা এখন জোর চর্চায়। পুলিশের এই দুরন্ত পদক্ষেপের প্রশংসাও করেছেন অনেকে।

Advertisment

সল্টলেকের BL ব্লকের ৬৮ নম্বর বাড়ির এই ঘটনা এখন জোর চর্চায়। পুলিশ সূত্রে খবর, BL ব্লকের ৬৮ নম্বর বাড়িতে থাকেন মণিকা দাশগুপ্ত নামে ৬৮ বছরের এক বৃদ্ধা। তাঁর বাড়িতে গত ৬ মাস ধরে কাজ করছেন শিখা নন্দী। এই বৃদ্ধা ওই বাড়িতে একাই থাকেন। আত্মীয়স্বজন থাকলেও তাঁর স্বামী বহু বছর আগে মারা গিয়েছেন। কোনও সন্তান নেই তাঁর। শুক্রবার সকাল ৮টা নাগাদ পরিচারিকা তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে বহু ডাকাডাকি ও কলিংবেল (Door bell) বাজালেও বৃদ্ধা সাড়া দেননি।

publive-image

উদ্ধারের পর বৃদ্ধা।

আরও পড়ুন- Digha: বেড়ানোর দুরন্ত অভিজ্ঞতা হবে দিঘায়! পর্যটকদের জন্যই অভূতপূর্ব এই উদ্যোগ

শেষমেশ পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে এলাকায় যায় বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশকর্মীরা প্রথমে বাড়ির পাঁচিল বেয়ে ব্যালকনিতে উঠে পড়েন। জানালায় ধাক্কাধাক্কি করা হয় ও ডাকাডাকি চলে। বেশ কিছুক্ষণ পরে উত্তর দেন ওই বৃদ্ধা। কয়েকঘণ্টার উৎকণ্ঠার অবসান হয়। কেন তিনি এতক্ষণ ধরে সাড়া দিচ্ছিলেন না? উত্তরে বৃদ্ধা পুলিশকর্মীদের জানান, গতকাল রাতে তিনি পড়ে গিয়েছিলেন। পায়ে এবং কোমরে ভীষণ চোট লেগেছে। সেই কারণে তিনি চলাফেরা পর্যন্ত করতে পারছেন না। তবে সব কিছুই শুনতে পাচ্ছেন।

আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! দুরন্ত রেকর্ড এবছরের HS-এর

পুলিশ নানাভাবে দরজা খোলার চেষ্টা করে। তবে সেটা সম্ভব না হওয়ায় শেষমেশ বাড়ির পিছনের দিকের রান্নাঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। উদ্ধার করা হয় ওই বৃদ্ধাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চায় পুলিশ। বৃদ্ধা রাজি না হওয়ায় বাড়িতেই এক চিকিৎসককে ডেকে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, যে কোনও অসুবিধাতেই প্রয়োজনে ওই বৃদ্ধা যেন পুলিশকে ফোন করেন। পুলিশের তরফে তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

West Bengal Saltlake old lady
Advertisment