টাকার টোপে পাচার, ফিল্মি কায়দায় নাটকীয় হানা পুলিশের! শেষমেশ ঘরের মেয়ে ঘরে

ভিনরাজ্যে পাচার হয়ে যাওয়া দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
4 police personel has been closed in maldah adibasi women torture case

প্রতীকী ছবি।

বারুইপুর থানার পুলিশ ও পুলিশ জেলার অ্যান্টি হিউম্যান ট্রাফিক টিমের তৎপরতায় বিহার থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে আনা হয়েছে। এই ঘটনায় এক মহিলা পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জেরা করে পাচারচক্রে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে থানায় বারুইপুরের দুই নাবালিকা নিখোঁজের অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে দুই নাবালিকাকে বিহারে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশের একটি দল গত ২২ মে বিহারে যায়।

আরও পড়ুন- শালবনিতে কনভয়ে হামলায় অভিষেকের নিশানায় কারা? কী বললেন কুড়মিদের শীর্ষ নেতা?

বিহারের মাধুরা থানার ভিক্টোরিয়া বাজার এলাকা থেকে স্থানীয় পুলিশ ও এক সেচ্ছাসেবী সংস্থার সাহায্যে নাবালিকাদের উদ্ধার করা হয়। অভিযুক্ত মহিলা মাম্পি রায় ওরফে কাজল বিহারে একটি নাচ-গানের দল চালায়। ওই নাবালিকাদের টাকার লোভ দেখিয়ে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল। ধৃত মহিলা নাচ-গানের দলে এই নাবালিকাদের কাজে লাগানোর ছক কষেছিল।

Advertisment

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলায় রীতিমতো সক্রিয় নারী পাচারচক্র। জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নাবালিকাদের একটি অংশকে টাকার লোভ দেখিয়ে শেষমেশ ভিনরাজ্যে পাচার করে দেওয়া হয়। নারী পাচার রুখতে সরকারিস্তর তো বটেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও গ্রামে-গ্রামে সচেতনতামূলক প্রচার চালানো হয়। তবে এর মধ্যে পাচারকারীরা তাদের কার্যসিদ্ধির জন্য চেষ্টাও চালিয়ে যায়।

police South 24 Pgs West Bengal Rescue Operation